আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে শত শত প্রাণহানির মর্মস্পর্শী ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল সোমবার এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, গত ৩১ আগস্ট দিবাগত গভীর রাতে আফগানিস্তানের দুটি দুর্গম প্রদেশে সংঘটিত ভয়াল ভূমিকম্পে মুহূর্তের মধ্যে হাজারো মানুষের স্বপ্ন, আশা ও ভালোবাসার ঠিকানা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ পর্যন্ত পাওয়া তথ্যে ৬২২ জনের অধিক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, শত শত মানুষ আহত হয়েছেন এবং অগণিত পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে। এ হৃদয়বিদারক মর্মান্তিক ঘটনায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আমার নিজের পক্ষ থেকে গভীরতম শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, যেসব মা তাদের সন্তানকে হারিয়েছেন, যেসব শিশু এক নিমিষে পিতৃহীন হয়েছে, যেসব পরিবার তাদের আশ্রয় ও প্রিয়জন হারিয়ে আজ অশ্রুত ভাসছে, তাদের বেদনা ভাষায় প্রকাশের অতীত। এ শোক শুধু আফগানিস্তানের নয়, এ শোক সমগ্র মানবতার শোক। বাংলাদেশের জনগণও এই দুঃসময় আফগান ভাই-বোনদের পাশে হৃদয়ের অন্তঃস্থল থেকে দাঁড়িয়ে আছে।
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন আফগানিস্তানের ভাই-বোনদের এই কঠিন বিপর্যয় ধৈর্য ও সাহসের সাথে অতিক্রম করার তাওফিক দান করেন। প্রেসবিজ্ঞপ্তি।