বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডঃ এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণের দাবী হচ্ছে আগে রাষ্ট্র ব্যবস্হার সংষ্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে তারপর নির্বাচন করতে হবে। এসময়ে সংস্কার ছাড়া নির্বাচন করলে দেশের কোন পরিবর্তন হবেনা। কারন বিগত ফ্যাসিষ্ট সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসের দিয়েছে। প্রয়োজনীয়
সংস্ককার ও জুলাই বিপ্লবের গণহত্যার বিচার নিশ্চিত করে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারের প্রতি আহবান জানান। গত ৪ এপ্রিল কুতুব দিয়া হাইস্কুল এন্ড মাঠে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ডঃ হামিদুর রহমান আযাদ এ কথাগুলো বলেন। উপজেলা আমির সাবেক চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে ডঃ এ, এইচ,এম হামিদুর রহমান আযাদ আরো বলেন, দীর্ঘদিন আমাকে এলাকায় আসতে দেইনি, যার কারনে এলাকার উন্নয়নে বাঁধা গ্রস্ত হয়েছে, দ্রুত সময়ে কুতুবদিয়ার প্রত্যন্তঅঞ্চলে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ সকালে কুতুবদিয়ার আলী আকবর ডেইল বেড়িবাঁধ পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ফ্যাসিষ্টের দোসর যারা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরন করেছে তারা কুতুবদিয়া কে অবহেলা করেছেন বলেই আজও ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। তাই এবছর বর্ষা শুরু হওয়ার আগে বেধী বাঁধ মেরামত করার কার্যকর ব্যবস্থা করতে হবে। হামিদুর রহমান আযাদ জোর দিয়ে বলেন ইনশাআল্লাহ আগামীতে আপনাদের ভোটে নির্বাচিত হলে কুতুবদিয়া ও ধলঘাট - মাতারবাড়ীর মানুষের জানমাল রক্ষার জন্য দীর্ঘ মেয়াদে কুতুবদিয়ার চারিদিকে সুপার ডাইক নির্মাণ করা হবে। তিনি মহেশখালী - কুতুবদিয়াবাসীর ঐক্যবদ্ব সহযোগিতা কামনা করেন।
এদিকে সাবেক সংসদ সদস্য এ,এইচ,এম হামিদুর রহমান আযাদ ডক্টরেক্ট ডিগ্রী অর্জন করায় কুতুবদিয়া লাইট হাউজ সমাজ কল্যাণ পরিষদ এক সংব্বর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ডঃ হামিদুর রহমান আযাদ কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ডঃ হামিদুর রহমান আযাদ আরো বলেন, আজকে কুতুবদিয়ার সন্তানেরা দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। কুতুবদিয়া কে অবহেলার চোখে দেখার সুযোগ নেই। আমাদের কাংখিত উন্নয়ন আমাদের অধিকার, সেই অধিকার আমাদের বুঝিয়ে দিতে হবে। তিনি বলেন কুতুবদিয়াবাসীর ঐক্যই আমাদের কাংখিত উন্নয়নের মূলশক্তি। এ প্রসঙ্গে হামিদুর রহমান আযাদ বলেন, মগনামা- কুতুবদিয়া নৌঘাটে দ্রুত সময়ে ফেরি চলাচল চালু করার উদ্যোগ হাতে নিয়েছি, ইতি মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ হয়েছে। অবিলম্বে তা বাস্তবায়নের জন্য জোর প্রচেষ্টা চালানো হবে। এ সময় অন্যানদের উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, কক্সবাজার জেলা শিবির সভাপতি আব্দুর রহিম নুরী, সাবেক ছাত্র নেতা ব্যবসায়ি গোলাম কবির, মহেশখালী উপজেলা দক্ষিণের নায়েবে আমির মাষ্টার আজিজুল হক, সহ কুতুবদিয়ার বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।