বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অতীতে যারা সরকারে ছিল তাদের দুর্নীতি, স্বজনপ্রীতির কারণে স্বাস্থ্যখাত ধ্বংসের দ্বারপ্রান্তে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রতিটি ওয়ার্ডে একটি করে হেলথ কমপ্লেক্স চালু করা হবে উল্লেখ করে তিনি বলেন, জনগণ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানো হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, একটি রাজনৈতিক দলের দায়িত্ব কেবল ক্ষমতায় গিয়ে জনগণের কল্যাণে কাজ করা নয়। বরং রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে মানুষের প্রয়োজনে সার্বিক কাজ করা। যেমনটি করছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী কখনো ক্ষমতায় না বসেও জনগণের যেকোন দুর্ভোগ, দুর্দিনে সবার আগে সবখানে ছুঁটে যায়। জামায়াতে ইসলামীর ৪ দফা ভিত্তিতে দলীয় কার্যক্রম পরিচালনা করে। তারমধ্যে অন্যতম একটি হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। জামায়াতে ইসলামী দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সমাজ সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। কারণ ইসলামের শিক্ষা হচ্ছে সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে মানুষ হিসেবে প্রতিটি নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা লাভ করবে।

ড. হেলাল উদ্দিন বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ডের কারণে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী চিরতরে বন্ধ করা হবে।

জামায়াতে ইসলামীতে দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারি শহীদ আলী আহসান মুজাহিদ ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাদের দায়িত্ব পালনকালে ঐ তিন মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি হয়নি। আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কেউ ১ পয়সার দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রী হওয়ার পর বন্ধ থাকা সব চিনিকল পুনরায় চালু করেছেন এবং চিনিকল গুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাটের কারণে চিনিকল গুলো লোকসানের মুখে আবারও বন্ধ হয়ে যায়। আগামীতে জনগণ জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে বন্ধ সকল কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা হবে। নতুন বাংলাদেশের অর্থনীতির ভিত মজবুত করে একটি সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের বুকে দাঁড় করানো হবে।

রাজধানীর কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক কাউন্সিলর পদপ্রার্থী মো. জসিমুল হক পাটোয়ারী, মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনসহ স্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এরআগে ড. হেলাল উদ্দিন কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল এন্ড কলেজ মাঠে মতিঝিল যুব উন্নয়ন সোসাইটির উদ্যোগে আয়োজিত জুলাই জাগরণ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। সেখানে তিনি যুব সমাজকে আহ্বান জানিয়ে বলেন, যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে যুব সমাজকে ব্যবহার করে যুব সমাজের হাতে অস্ত্র ও মাদক তুলে দিয়েছে তাদের বয়কট করতে হবে। জামায়াতে ইসলামী যুব সমাজকে নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তাই তিনি যুব সমাজকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে আহ্বান জানান।