স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ মোট ৮টি ইউনিট কমিটি—পাঁচটি উপজেলা ও তিনটি পৌর কমিটি—বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেলে গাজীপুর জেলা বিএনপির নিজস্ব প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "গাজীপুর জেলা বিএনপির অধীনস্থ সকল ইউনিট কমিটিগুলোকে বিলুপ্ত ঘোষণা করা হলো।"

বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু এবং সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষর করেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “মেয়াদোত্তীর্ণ ও কার্যকারিতা হারানো ইউনিট কমিটিগুলো বিলুপ্ত করা হয়েছে। মোট ৮টি কমিটি বিলুপ্ত করা হয়েছে—এর মধ্যে রয়েছে গাজীপুরের পাঁচটি উপজেলা ও তিনটি পৌর শাখা। অচিরেই এসব ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

তিনি আরও বলেন, “দলকে আরও সুসংগঠিত, গতিশীল এবং জবাবদিহিতার আওতায় আনতেই এই সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এমন নেতৃত্ব গঠনের লক্ষ্যে এগোচ্ছি, যারা তৃণমূলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে পারবে এবং গণমানুষের অধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখবে। বিএনপির ভেতরে কোনো ধরনের স্থবিরতা, অনিয়ম কিংবা নিঃসঙ্গ সিদ্ধান্তের জায়গা নেই। আমরা সমষ্টিগত নেতৃত্ব ও উন্মুক্ত মতামতের ভিত্তিতে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে এগিয়ে যেতে চাই।

ডা. বাচ্চু আশাবাদ ব্যক্ত করে বলেন, “আহ্বায়ক কমিটি গঠন শেষে তৃণমূলের অংশগ্রহণ নিশ্চিত করে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ ও শক্তিশালী নেতৃত্ব গঠন করা হবে। এতে করে দল আরও সুসংহত হবে এবং আগামী দিনে রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।