কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়ায় গত বুধবার বিকেলে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে ওই দিন রাতে কাপাসিয়া থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পরে গত বৃহস্পতিবার এক পক্ষ এ হামলার প্রতিবাদে গাজীপুর প্রেসক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন। অপর পক্ষ গতকাল শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে আগের দিনের সাংবািিদক সম্মেলনে মিথ্যাচারের প্রতিবাদ ও বিচার দাবি করেছেন।

উভয় পক্ষের মামলা ও সংবাদ সম্মেলন থেকে জানা যায়, গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে প্রথম নির্বাচিত (১৯৭৯) বিএনপি দলীয় এমপি ডা. মোহাম্মদ সানাউল্লাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার উপজেলার ঘাগটিয়া ইউনিয়নে একটি স্মরণ সভার আয়োজন করেন তার ছেলে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শফিউল্লাহ মিঠু। তিনি এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসকের কাছ থেকে একটি লিখিত অনুমতি নিয়ে গত বুধবার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করে আইন শৃঙ্খলা পরি¯ি’তি স্বাভাবিক রাখার আহবান জানান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সেলিমসহ বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী। সেখান থেকে ফেরার পথে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নানের অনুসারী বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত তিনটি গাড়ি ভাঙচুর করা হয় এবং দুই জন আহত হয়। এ ঘটনায় বিএনপি থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোঃ আবুল হাসেম বাদী হয়ে বুধবার রাতে উপজেলা ছাত্রদল সভাপতি ইমরান হোসেন শিশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরা জউদ্দিন ও চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলামকে আসামী করে একটি মামলা করেন। পরের দিন বৃহস্পতিবার এ ঘটনার বিচার চেয়ে তিনি এবং শফিউল্লাহ মিঠু, সাখাওয়াত হোসেন সেলিমসহ বিএনপির নেতাকর্মীরা গাজীপুর প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন।