DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

রাজনীতি

টেন্ডারবাজ দখলবাজ সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জামায়াতের লক্ষ্য ---রফিকুল ইসলাম খান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, টেন্ডারবাজ, দখলবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জামায়াতের লক্ষ্য। এ ধরনের কল্যাণমূলক ইসলামী সমাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতের

Printed Edition
p12i

পাবনা থেকে রফিকুল আলম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চলের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, টেন্ডারবাজ, দখলবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা জামায়াতের লক্ষ্য। এ ধরনের কল্যাণমূলক ইসলামী সমাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতের নেতাকর্মীরা কাজ করে চলেছে। তিনি গতকাল বুধবার সকালে সাঁথিয়া উপজেলা জামায়াত অফিস মিলনায়তনে পাবনা জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত (সাঁথিয়া-বেড়া) উপজেলা সংগঠনের সকল বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুর রহীম, অধ্যাপক নজরুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হুসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আবু সালেহ মোঃ আব্দুল্লাহ, এস এম সোহেল, সাঁথিয়া উপজেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান বেড়া উপজেলা আমীর মাওলানা আতাউর রহমান মোজ্জামেল হক সহ বেড়া ও সাঁথিয়া উপজেলা সংগঠনের সকল কর্ম পরিষদ সদস্য, উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যান ফেডারেশনের দায়িত্বশীলবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান সভার প্রয়োজনীয়তা উল্লেখ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে ৬৮ পাবনা-১ (সাঁথিয়া বেড়ার আংশিক) আসনের প্রার্থী হিসেবে সাবেক আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন কে প্রার্থী ঘোষণা করেন। এ আসনে কেন্দ্রীয় শূরা সদস্য ও পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং পাবনা জেলা ন্যাশনাল ডক্টর ফোরামের সভাপতি গরিবের ডাক্তার বলে খ্যাত ডাক্তার আব্দুল বাসেত খান জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে দীর্ঘদিন প্রচারণা চালিয়ে আসছিলেন। সভায় তিনি পূর্ব নির্ধারিত পাবনার অন্যান্য চারটি সম্ভাব আসনের প্রার্থীর নাম পুন:ব্যক্ত করেন। প্রার্থীরা হলেন ৬৯ পাবনা-২ (সুজানগর-বেড়ার আংশিক) - অধ্যাপক কে এম হিসাব উদ্দিন, পাবনা -৩ (চাটমোহর -ভাঙ্গুরা -ফরিদপুর) আসনে অধ্যাপক আলী আজগর, পাবনা -৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল, পাবনা-৫ (জেলা সদর) আসনে প্রিন্সিপাল ইকবাল হোসাইন। এ সভায় রফিকুল ইসলাম খান জেলা ও দুই উপজেলার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য একটি চ্যালেঞ্জিং নির্বাচন, এ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে বিজয় আনতে হবে। তিনি বলেন, সংগঠনের শৃঙ্খলা আমাদের ঐতিহ্য, ঐতিহ্যকে লালন করে পারস্পারিক সম্পর্ক বৃদ্ধি করে ভোটারদের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, এক্ষেত্রে সকল দায়িত্বশীল ও নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অফিসের মিলনায়তনে জামায়াত এর পক্ষ থেকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তাকে পাবনা-১ (সাঁথিয়া বেড়ার আংশিক) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হলে তিনি সভায় আবেগাপ্লুত হয়ে বলেন, সংগঠন আমাকে দায়িত্ব দিয়েছে এর দায়িত্ব পালন করায় সচেষ্ট থাকব এবং বিগত সময়ের প্রার্থী ডাক্তার আব্দুল বাসেত খান সাহেবকে সাথে নিয়ে আপনাদের সহযোগিতার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ভোট যুদ্ধে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। অত্র অঞ্চল সহ ইসলাম প্রিয় সকলের দোয়া প্রার্থনা করি।