মে দিবস পালিত

পাবনা সংবাদদাতা : ‘শ্রমিক মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাবনার জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমজীবী সংগঠন এর উদ্যোগে পাবনায় গত বৃহস্পতিবার (১ মে ) ভিন্ন ভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান মে দিবস পালিত হয়েছে। পাবনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে রশিদ হলে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পাবনার উপমা পরিদর্শক শেখ আসাদুজ্জামান এর সভাপতি কে ও নাজিয়া ইসলামের সঞ্চালনায় সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, জাতীয়তাবাদী শ্রমিক দলের পাবনা জেলা সভাপতি আব্দুল গফুর

শফিক গ্রুপের এমডি শফিকুল ইসলাম মাজেদ স্কয়ার গ্রুপের প্রতিনিধি মাসুদ রানা সভাপতি আব্দুল গফুর। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম প্রেসক্লাব পাবনার সহ-সভাপতি শফিউল আলম দুলাল, সিয়াম আব্দুল্লা হ, আব্দুল্লা।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যোগে আয়েজিত বর্ণ্যাঢ্য র‌্যালী পূর্বক শ্রমিক সমাবেশে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম বলেন, শ্রমিক-মালিক এক হয়ে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। শ্রমিক ও মালিক পরস্পরের পরিপূরক এবং তাদের যৌথ প্রচেষ্টাতেই একটি শক্তিশালী, আত্মনির্ভর ও শোষন, বৈষম্যহীন এক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। জুলাই-আগস্টের ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমাদের ঐক্য ও সহযোগিতার ধারা অব্যাহত রাখতে হবে।

শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মিরাজুল ইসলামের সভাপতিত্বে সেক্টেটারি আমিনুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সংগঠনের নায়েবে আমীর জাকারিয়া হোসেন, অধ্যাপক আমিরুল ইসলাম সহ-সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

এছাড়া পাবনা মটর মোটর শ্রমিক ইউনিয়ন মোটর শ্রমিক মেকানিক্স ইউনিয়ন ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ভিন্ন ভিন্ন কর্মসূচি পালিত হয় ।

গাইবান্ধা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেসনের উদ্যোগে গত পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এর বিশাল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রথমে র‌্যালী টি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পৌর পার্কে এক আলোচনা সভা জেলা সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুন্নবী প্রধানের সভাপতি অনুষ্ঠিত হয় । জেলা সেক্রেটারি আবুল হোসেন নয়া মিয়ার পরিচালনায়এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা জননেতা আব্দুল করিম সরকার আরো বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মাওলানা জহুরুল হক সাবেক জেলা সেক্রেটারি রফিকুল ইসলাম নয়া মিয়া।শহর উপদেষ্টা একেএম ফেরদৌস আলম আরো বক্তব্য রাখেন সদর উপজেলা উপদেষ্টা মাওলানা নুরুল ইসলাম মন্ডল ,ওবায়দুল হক আব্দুর রহমান আব্দুল কাহার সিদ্দিকী ,বাবুল মিয়া এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ আলোচনা সভায় প্রধান বক্তা জননেতা আব্দুল করিম বলেন ,ইসলামী শ্রম নীতি চালু না হওয়া পর্যন্ত শ্রমিকদের ন্যায্য অধিকার পাওয়ার কোন সম্ভাবনা নাই এইজন্য তিনি ইসলামী শ্রম নীতি বাস্তবায়নের জন্য ইসলামী বিপ্লবের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লালমনিরহাট : ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’এ প্রতিপাদ্যে কে সামনে রেখে লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১ মে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য রর্‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। রর্‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে রর্‌্যালীতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যেদের মধ্যে জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ পরিচালক রাজীব প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জি আর সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ফজলুল হক, সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিমসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন । সভায় স্বাগত বক্তব্য দেন, লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার আফরোজা খাতুন।

সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

আলোচনায় শ্রমিকদের অধিকার, মালিক-শ্রমিক সম্পর্ক উন্নয়ন, এবং নিরাপদ কর্মপরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “মে দিবস কেবল একটি দিন নয়, এটি শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের দিন। মালিক ও শ্রমিকের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি উন্নত ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা শ্রমিক দল কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। পরে জেলার মিশন মোড়ে এক আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এদিকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার উদ্দ্যোগে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করেছে। ওই সংগঠনের সভাপতি মোঃ রেনায়েল আলম র‌্যালীতে নেতৃত্ব দেন। পরে এক আলোচনা সভার মধ্যদিয়ে শেষ হয়েছে।

উল্লেখ্য, ১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেন। সেই আত্মত্যাগের স্মরণে সারা বিশ্বে এ দিনটি ‘ মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এ বছর বাংলাদেশে মে দিবসের পাশাপাশি জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসও উদযাপিত হয়েছে।

আলোচনা সভায় লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিকসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমিক আইন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়ন করনীয় বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।

কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক (মহান মে) দিবস পালন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কালিহাতী উপজেলা শাখা।

১ মে বৃহস্পতিবার সকালে কালিহাতী শাজাহান সিরাজ কলেজ থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা নায়েবে অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. শাহ আলম ও সাবেক সভাপতি এস.এম আব্দুল করিম। সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা যুব বিভাগের সাধারন সম্পাদক এম এম এইচ বাদশা। এতে বক্তারা বলেন, ইসলামের ঘোষণা অনুযায়ী শরীরের ঘাম শুকানোর আগে শ্রমিকের ন্যায্য পাওনা সম্মানের সাথে পরিশোধ করতে হবে। প্রতিটি শ্রমিকের জন্য সর্ব্বোচ্চ নিরাপত্তা, সম্মান ও পূর্ণ অধিকার রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে। দেশে এপর্যন্ত সকল দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদেও যথার্থ ক্ষতিপূরণ প্রদানের দাবিও জানান বক্তারা।

অপরদিকে বিভিন্ন শ্রমিক সংগঠন ‘শ্রমিক ঐক্য পরিষদ’ ব্যানারে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক মহান মে দিবস পালন করেন। ‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ স্লোগানে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে এতে অংশ নেন বিএনপি নেতৃবৃন্দ।

১ মে বৃহস্পতিবার সকালে কালিহাতী ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার সড়কে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়। এরপর সকল শ্রমিক সংগঠন আলাদা আলাদা বিশেষ ভোজের আয়োজন করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মজনু মিয়া, যুগ্ম-সাধারন সম্পাদক মো. মোশারফ হোসেন, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, পৌর বিএনপির সভাপতি প্রকৌশলী শহিদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ হোসেন তালুকদার প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন।

সমাবেশে বক্তারা বলেন, মে দিবসের তাৎপর্য কেবল স্মরণ করার মধ্যে সীমাবদ্ধ নয়, এদিন শ্রমিকদের অধিকার আদায়ে আরও সংগঠিত, সচেতন এবং সো”চার হওয়ার আহ্বান জানায়। তাঁরা ন্যায্য মজুরি, শ্রমিক অধিকার এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

আদমদীঘি (বগুড়া) : আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আদমদীঘি উপজেলায় পেশাজীবি, রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১ মে) বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

সকালে আদমদীঘি উপজেলা শ্রমিক দল, নির্মান শ্রমিক ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক ভাবে তাদের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। আদমদীঘি উপজেলা শ্রমিক দল শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন শেষে র‌্যালি বের করে। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশন ও নির্মান শ্রমিক ইউনিয়ন পৃথক ভাবে র‌্যালি বের করে বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে। র‌্যালি শেষে বেলা ১১ টায় বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু।

আরো বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান লিখন প্রমুখ। উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ কোমলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সম্পাদক আবু হাসান, সহসভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তাফা, কামরুল হাসান মধু প্রমুখ। বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আদমদীঘি শাখার সভাপতি আহসান হাবিব পল্টুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা। প্রধান আলোচক ছিলেন. উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বিশেষ অতিথি বগুড়া জেলা শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি প্রভাষক আতাউর রহমান, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: ইউনুছ আলী, সেক্রেটারি গোলাম রব্বানী প্রমুখ। পরে সংগঠন গুলো খাবার বিতরণ করেন।