ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন "নিরাপদ ও বাসযোগ্য মানবিক"- ঢাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, সারাদেশের ন্যায় ঢাকা -৮ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে জামায়াতে ইসলামী। আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে ঢাকা-৮ আসনকে সন্ত্রাস-চাঁদাবাজ-দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা হিসেবে জনগণকে উপহার দেওয়া হবে। জনভোগান্তি দূরীকরণে নিরবিচ্ছিন্ন গ্যাস- বিদুৎ ও পানি সরবরাহের পদক্ষেপ গ্রহন করা হবে। শিক্ষা ও স্বাস্থ্য সেবা জনগণের দৌড়গৌড়ে পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের আয়োজন করা হবে। মাদক মুক্ত করতে যুব সমাজের জন্য খেলাধুলা ও শরীর চর্চার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করা হবে। "আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে" স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানিয়ে বলেন, জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে ঢাকা-৮ আসন জামায়াতে ইসলামীর উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে "মোটরসাইকেল শোভাযাত্রা" পূর্বক রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণে নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অতীতে যারা এমপি হয়ে ঢাকা-৮ আসনের জনগণের সাথে প্রতারণা করেছে, দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে, ব্যাংক-বীমার মালিক হয়েছে, নিজ নামে স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে শিক্ষা বাণিজ্য করেছে তাদেরকে আর ভোট দেওয়া যায় না। এরা আবারো সুযোগ পেলে দুর্নীতির স্বর্গরাজ্য গড়ে তুলবে। তারা ক্ষমতায় গিয়ে দুর্নীতির মাধ্যমে বিদেশে টাকা পাচার করে দুর্নীতিতে টানা ৫ বার (ক্ষমতার ৫ বছর) বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। জামায়াতে ইসলামীতে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজের স্থান নেই। জামায়াতে ইসলামীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সব দল দেখা শেষ উল্লেখ করে তিনি, জামায়াতে ইসলামীকে পরীক্ষামূলক একবার নির্বাচিত করা আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামীর অঙ্গীকার, জাতি পাবে নিরাপদ এক কল্যাণ রাষ্ট্র। জুলাইয়ের শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ ও মানবিক নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদের সদস্য ও ঢাকা-৮ আসনে জামায়ােত ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খান, মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীব, শাহবাগ পশ্চিম থানা আমীর এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, রমনা থানা আমীর আতিকুর রহমান, মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর মো. শামসুল বারী, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দীন, শাহজাহান পশ্চিম থানা আমীর মো. সরোয়ার হোসেনসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার জামায়াতে ইসলামীর সকল সাংগঠনিক থানা ও বিভাগীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।

পথসভা শেষে, এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা "শাহবাগ মোড় থেকে শুরু হয়ে মৎস্যভবন → হাইকোর্ট মাজার → কর্মচারী হাসপাতাল → সিটি কর্পোরেশন → মাজার দক্ষিণ গেট → বঙ্গভবন → দৈনিক বাংলা → শাপলা → নটরডেম → আল হেলাল → জোন বাজার → কামলাপুর → সেন্টার পয়েন্ট → মির্জা আব্বাস কলেজ → আমতলা → রাজারবাগ → মালিবাগ → মগবাজার → সাবেক রমনা থানা → বেইলি রোড → শান্তিনগর → কাকরাইল → নয়াপল্টন → ফকিরাপুল → দৈনিক বাংলা → পল্টন মোড়ে এসে শেষ হয়। এসময় হাজার-হাজার নেতাকর্মী দাঁড়িপাল্লা-দাঁড়িপাল্লা স্লোগানে মুখোরিত হয়ে উঠে ঢাকা-৮ সংসদীয় এলাকা।