রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাউনিয়া উপজেলার ০৪নং শহীদবাগ ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সাব্দী দারুস সুন্নাহ আলীম মাদরাসা হল রুমে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শহীদবাগ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ মোঃ এমদাদুল হকের সভাপতিত্বে কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার আমীর এ টি এম আজম খান।
উক্ত সুধী সমাবেশের উদ্বোধন করেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ মোত্তালেব হোসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকার।
ইউনিয়ন সেক্রেটারী মাওলানা রমজান আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মোঃ আব্দুস সালাম মিয়া, শেখ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. ফজলুর রহমান ফারুক ও সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ হযরত আলী।
সভায় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বাইতুলমাল সম্পাদক মাওলানা মাসিদুর রহমান মাসুদ, তারবিয়াত সম্পাদক মাওলানা মোঃ আব্দুল আখের, প্রচার সম্পাদক রবিউল হাসান ফজলে রাব্বি, জামায়াত নেতা মোঃ দেলোয়ার হোসাইন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রুস্তম আলী (মেম্বার), ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মোঃ হামিদুর রহমান, সেক্রেটারি মাওলানা শাহিন আলম, শহীদবাগ ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি আসাদুল্লাহ আল ফয়সাল, সেক্রেটারি শাহরিয়ার সাদিকসহ বিভিন্ন ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ।