গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জামায়াতে ইসলামী বটিয়াঘাটা শাখার নিজস্ব অফিসে অনুষ্ঠিত মিডিয়া সেলে সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মাওলানা শেখ আবু ইউসুফ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মিডিয়া সেলের পরিচালক আল আমিন গোলদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম ও দৈনিক জন্মভূমির বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা সাংবাদিক মোহাব্বাত আলী খান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মিডিয়া ব্যক্তিত্ব মোঃ খাইরুল ইসলাম নোমানী, বিপ্লব হোসেন,শাহরিয়ার হোসেন, শহিদুল ইসলাম, রিয়াজুল ইসলাম, রেজাউল ইসলামসহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব। প্রধান অতিথিত তার বক্তৃতায় বলেন, আমরা সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সব সময় সচেষ্ট থাকব। নিজেকে একজন দক্ষ সংবাদ কর্মী হিসেবে গড়ে তুলবো এটাই আমাদের লক্ষ্য।