বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, মানুষের তৈরি আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়নি, হবে না। কুরআনের বিধান বাদ দিয়ে মানুষের তৈরি মতবাদে বিগত ৫৪ বছর রাষ্ট্র পরিচালনা হলেও মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি এবং বৈষম্য দূর হয়নি। বরং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে বৈষম্যের সৃষ্টি হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি চালু হয়েছে। শান্তির নামে অশান্তির সাম্রাজ্য গড়ে উঠেছে। যখন যারা ক্ষমতায় বসেছে তারা তাদের স্বার্থে আইন তৈরি করে দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, অর্থ পাচার, দখলদারিত্বের পথ তৈরি করেছে। রাষ্ট্রের নাগরিকদের সকল মৌলিক অধিকার ছিনিয়ে নিয়ে জনগণকে দাসে পরিণত করা হয়েছে। মানুষের তৈরি আইনে আবারো যারাই সরকার গঠন করবে তারা দেশ ও জনগণের জন্য কিছুই করবে না, করতে পারবে না। অতীতের মত নিজ দল ও নিজেদের জন্যই সবকিছু করবে। সাম্রাজ্যবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ নামক যত মতবাদ এগুলো মানুষের তৈরি। এসব মতবাদ আদর্শ হিসেবে গ্রহণ করলে ঈমানের দাবি পূরণ হবে না। ঈমানের দাবি পূরণের জন্য ইসলামের বিধান এবং রাসূল (সা.) কে একমাত্র নেতা হিসেবে অনুসরণ করতে হবে ও মানতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়েও সকল ক্ষেত্রে ইসলামের বিধান মানতে হবে। অন্য কোন বিধান মানা যাবে না। রোববার (৭ ডিসেম্বর) খুলনা-৩ আসনের খালিশপুর থানাধীন ১২ নং ওয়ার্ডের উদ্যোগে উর্দুভাষী ক্যাম্পসহ বিভিন্ন স্থানে গনসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি মাস্টার শফিকুল আলম, খালিশপুর থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারি আব্দুল আওয়াল, ১২ নং ওয়ার্ড আমীর মাওলানা আরিফ বিল্লাহ, সেক্রেটারি ডা. আমানুল্লাহ, থানা যুব বিভাগের সহকারী সেক্রেটারি মজিবুর রহমান বাবুল, শ্রমিক নেতা হেলাল উদ্দিন, বেবি জামান, জামায়াত নেতা সিরাজ মজুমদার, জাকারিয়া, আসলাম, মনিরুজ্জামান সাগর, এনামুল হক রাসেল, ইফরান উদ্দিন তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।