গতকাল শনিবার রাজধানীর আদাবর থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।স্থানীয় ভোটারদের মতামত গ্রহণ ও নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরার উদ্দেশ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রার্থীর বক্তব্যে উঠে আসে উন্নয়ন, নিরাপত্তা ও কর্মসংস্থান-ই তিনটি অগ্রাধিকারসূচক প্রতিশ্রুতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মোবারক হোসাইন। তিনি বলেন, আদাবরবাসীর সামনে আমরা একটি সুস্পষ্ট পরিকল্পনা উপস্থাপন করেছি উন্নয়ন নিশ্চিত করা, এলাকার সামগ্রিক নিরাপত্তা জোরদার করা এবং যুবসমাজের কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করা। এই তিন অঙ্গীকার বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। স্থানীয় উন্নয়নের বিষয়ে তিনি উল্লেখ করেন যে সড়ক-ঘাট সংস্কার, ড্রেনেজব্যবস্থা উন্নয়ন, জনসুবিধা বিস্তার, এবং আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হবে। তাঁর ভাষায়, আদাবরকে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব এলাকায় রূপান্তর করার জন্য আমরা বাস্তবায়নযোগ্য প্রকল্প হাতে নেব। নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, মাদক, চুরি, ছিনতাইসহ নানা সামাজিক সমস্যার বিরুদ্ধে সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমরা একটি নিরাপদ পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা করেছি।
দেশের চলমান বেকারত্ব সমস্যা নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, যুবসমাজের জীবনমান উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টিকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরির সুযোগ বৃদ্ধি, এবং প্রযুক্তিভিত্তিক কর্মক্ষেত্র গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।
এ সময় তিনি জানান, দলের নীতিমালায় কর্মসংস্থানকে মূল চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হয়েছে এবং তরুণদের জন্য নিরাপদ ও প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ তৈরি তাদের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন পরিচালক ডাঃ শফিউর রহমান এবং আদাবর থানা আমীর আল আমীন সবুজ। তাঁরা নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের সংগঠন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
আদাবর বাজার ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন আবির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, আলি আকরাম ওযায়ের সহ স্থানীয় নেতাকর্মী।
বৈঠকে বক্তারা আদাবরবাসীর দাবি-দাওয়া ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন এবং নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।