দীর্ঘ ২১ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক পুরাতন স্টেডিয়ামে আগামীকাল শনিবার (৩১ মে) সকাল ৯ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. মাওলানা মোঃ সামিউল হক ফারুকী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ।
আরো বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ। উক্ত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী।
এই কর্মী সম্মেলনকে ঘিরে সারা জেলার জামায়াতে ইসলামীর কর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। কিশোরগঞ্জ জেলা শহরের প্রত্যেকটি প্রবেশপথে মনোরম সুন্দর তোরন তৈরি করা হয়েছে। সম্মেলনকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামীর কর্মীরা প্রত্যেক উপজেলা শহরে এবং জেলা সদরে প্রায়ই প্রতিদিন বিভিন্ন সময়ে মিছিল করছে। কিশোরগঞ্জের ১৩টি উপজেলায় ব্যাপক পোস্টারিং লিফলেট বিতরণ এবং মাইকিং এর কাজ চলছে। পুরাতন স্টেডিয়ামের ভিতরে সম্মেলনের মঞ্চ তৈরীর কাজ চলছে। জেলা শহরের প্রত্যেকটি অলিগলিতে দেয়ালে দেয়াল পোস্টার শোভা পাচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন দেয়ালে দেয়াল লিখুন করা হয়েছে। মোট কথা পুরা জেলা শহর জুড়ে আমেজের সৃষ্টি হয়েছে। সম্মেলনকে সফল করার জন্য ইতিমধ্যেই কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) জেলা জামায়াতের আমীর অধ্যাপক রমজান আলী সম্মেলনকে সফল করার লক্ষ্যে কর্মীদের উদ্দেশ্যে এক নির্দেশনা প্রদান করেছেন। তিনি নির্দেশনায় বলেন-
১. নিচের দোয়াটি বেশি করে পড়ার জন্য সকল ভাই ও বোনদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
"আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা" অর্থ- হে আল্লাহ (বৃষ্টি) পার্শ্ববর্তীতে নিয়ে যান আমাদের উপর নয়।
২. আবহাওয়া যেমনি থাকুক সম্মেলন হবে ইনশাআল্লাহ।
৩. যাদের ছাতা আছে নিয়ে আসতে পারেন।
৪. বৃষ্টি থেকে মাথা বাঁচানোর জন্য সাথে ভালো পলিথিন রাখা যায়।
৫. আজকে থেকেই আমাদের ভাইয়েরা মাঠে আছেন।
৬. আল্লাহর রহমতে সম্মেলনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
৭. সম্মেলনের সফলতার জন্য মহান মনিবের নিকট অব্যাহত সাহায্য চাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদের সকল কাজ সহজ করে দিন।
উল্লেখ্য, এর আগে জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা ২০০৪ সালে কর্মী সম্মেলন করেছিল। আর ১৯৯৬ সালে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে বিশাল নির্বাচনী জনসভা করেছিল। উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী।