বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যক্রম নিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, দলটি আমাদের সাথে একসাথে কাজ করেছে। আমরা তথা বিএনপিও তাদের সাথে একসাথে আন্দোলন-সংগ্রাম করেছি। আবার বক্তব্যের এক পর্যায়ে নিজেই বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করার জন্য সংগঠনটির দৃশ্যমান কোন কাজ দেখিনি।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের উদ্যোগে ‘ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষায় কেয়ারটেকারগণের দেশ ও জাতি গঠনের অগ্রণী ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পিআর প্রশ্নে মির্জা ফখরুল বলেন, একটি রাজনৈতিক দল এতোদিন জনগণকে ভুল পথে পরিচালিত করেছে। তারা সমানে চিৎকার করেছে পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার- টুংকার হয়েছে। এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে, নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড়, ঢাক-ঢোল চলছে। এই জিনিসগুলো ঠিক না। মানুষকে যেটা বলবেন সেটা সঠিকভাবে বলা উচিত এবং সেই পথে যাওয়া উচিত। কিন্তু মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা ইসলাম ধর্মের কোথাও বলেছে এটা আমার জানা নাই।

মির্জা ফখরুল বলেন, এখানে একজন বললেন, জামায়াতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। এটা কোথায় আছে? আমাকে বলুক তারা, দেখিয়ে দিক। এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেয়া এটা কখনোই ইসলাম কথা বলে না। এই কথাগুলো আমি এইজন্যই বলছি, এগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কথাগুলো বলছে সবাই এই কথাগুলো আজকে জনগণের সামনে আসা উচিত, বেশি করে আসা উচিত।

তিনি বলেন, তারা কিন্তু রাজনৈতিক অঙ্গনে দাঁড়াতে পারছিল না। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ করে দেন রাজনৈতিক অঙ্গনে আসার। ইসলামিক ডেমোক্রেটিক লীগ-আইডিএল নামে প্রথম তারা এসেছিলো। তারপরে যারা কাজ করেছেন, আমাদের সঙ্গেও কাজ করেছেন, আমরাও তাদেরকে নিয়ে কাজ করেছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গত ১০ বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করার জন্য দৃশ্যমান কোন কাজ দেখিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই, ছাত্রলীগের মধ্যে তারা ঢুকেছিল শুনেছি অর্থাৎ ছাত্রলীগ সেজে তারা সেখানে ছিল। এই ধরনের কাজ তো আমরা করতে পারি না। আমরা সরাসরি সামনাসামনি লড়াই করেছি।

মির্জা ফখরুল বলেন, এই যে পিআর এটা ক’জন বুঝে? আপনারা তো সাধারণ মানুষের সঙ্গে চলাফেরা করেন। এটার সঙ্গে দেশের মানুষ পরিচিত না। তারা বুঝে, ওয়ান ম্যান ওয়ান ভোট। একজন ব্যক্তি দাঁড়াবে, তার মার্কা থাকবে, আমি ভোট দেব, এটাই আমরা সব সময় সেই আদিকাল থেকে দেখে আসছি। এখন আপনি এটাকে পরিবর্তন করবেন। তার জন্য গণভোট করবেন। গণভোটে থাকবে আবার ‘হ্যাঁ’ ‘না’ । এখন গণভোটের নাকি চারটা প্রশ্ন থাকবে। চারটা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে থাকবে। এটা এখন পর্যন্ত কেউ বুঝতেই পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষদিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না।

তিনি বলেন, আমি উনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম আমি বললাম যে, আপনারা এইভাবে জিনিসগুলোকে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি ২০১৬ সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদাজিয়া ভিশন-২০৩০ দিয়েছিলেন। অর্থাৎ ২০২০ সালে, ২০৩০ সালে কিভাবে দেশ চলবে সে সম্পর্কে তিনি ধারণা দিয়েছিলেন। সেখানে তিনি দ্বি-কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রধানমন্ত্রীর দুইবারের বেশি হওয়া উচিত না এগুলো তিনিই দিয়েছিলেন। এরপরে ২০২৩ সালে আমরা প্রথমে ২৭ দফা এবং পরে অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছিৃ ওখানে সংস্কারের সবকিছু আছে। সুতরাং আমরা সংস্কার চাই, সংস্কার চেয়েছি। পরে জাতীয় ঐকমত্য কমিশন যেভাবে সুপারিশগুলো সরকারের কাছে দিয়েছে তা ঠিক হয়নি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

নির্বাচন প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। গণতন্ত্রকে প্রতিষ্ঠার একটা সুযোগ আমাদের সামনে এসেছে। আসুন আমরা সবাই মিলে অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে, একটা সুন্দর, সুষ্ঠ নির্বাচন সকলের অংশগ্রহণে গ্রহণযোগ একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার ও গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি। যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। পার্লামেন্টে আলাপ হবে। সেই পার্লামেন্ট সিদ্ধান্ত হবে, সেটাই হবে জনগণের সিদ্ধান্ত।

বিএনপি ক্ষমতায় গেলে ইসলামিক ফাউন্ডেশনকে একটি প্রতিষ্ঠানে পরিণত করা হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মউশিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গবর্নরসের গবর্নর প্রিন্সিপাল শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে ও মসজিদভিত্তিক উপানুষ্ঠানিক শিক্ষক কার্যক্রম (মউশিক) কেয়ারটেকার কল্যাণ পরিষদের সভাপতি মো. জবাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (অব.) মুহাম্মদ রফিক উল ইসলাম, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ, ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।