বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (২০ জুলাই) জামায়াত আমীরের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।
ফেসবুকে অ্যাডমিন লিখেছেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন।
অ্যাডমিন আরও লেখেন, সম্মানিত আমীর সাহেবের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।