নোয়াখালী জেলা জামে মসজিদ চত্ত্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী মাওলানা ফিরোজ আলম গণমিছিল এর মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
নোয়াখালী-৪ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. মুহা. আবদুল মুকিত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মাও. মাহমুদুর রহমান, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মাও. খালেদ সাইফুল্লাহ, মাও. ইসরাফিল, মাও. আবুল বাশার, মুফতী ইসমাইল, ইকবাল হোসাইন, মুহা. ওলী উল্যাহ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নোয়াখালী-০৪( সদর-সুবর্ণচর) আসনের প্রার্থী মাওলানা ফিরোজ আলম বলেন, আওয়ামী লীগের দীর্ঘ স্বৈরাচারী শাসন গণঅভ্যুত্থানের পটভূমি রচনা করেছিল। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের পরপর তিনটি নিয়ন্ত্রিত ও একতরফা নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্রমশ নিজের হাতে ক্ষমতা কেন্দ্রীভূত করেন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপরে একচেটিয়া কর্তৃত্ব কায়েম করে সব রকমের বিরোধী মত ও কার্যক্রম কার্যত রুদ্ধ করে দেন। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, গায়েবি মামলা ইত্যাদি আইনিবেআইনি নিষ্পেষণে দেশ ত্রাসের রাজত্বে পরিণত হয়। বিরোধী মতের প্রকাশ হয়ে ওঠে অপরাধ।