আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহনগরীর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল। গতকাল শুক্রবার বিকেলে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়াসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক করেন। এ সময় তিনি এলাকাবাসীর সাথে কুশল বিনিময়, এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনা এবং উন্নয়ন বিষয়ক মতবিনিময় ও উঠান বৈঠক করেন। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তিনি বলেন, মাঠে নেমে জনগণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন এবং সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা অব্যাহত আছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে নির্বাচনি এলাকার সব স্থানে ক্যাম্পেইন শুরু করা হয়েছে। জনগণ নেতৃত্ব পরিবর্তন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থ্রা প্রত্যাশা করছেন এমন মন্তব্যও করেন তিনি। নির্বাচনে জয়ী হলে আপনাদের সন্তান হিসেবে এই এলাকার উন্নয়ন করতে পারবো। নূরুল ইসলাম বুলবুল বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত করতে জনগণের সহযোগিতা অপরিহার্য। মানুষের উৎসাহ ও ইতিবাচক সাড়া নিয়ে তিনি বলেন, জগগণ পরিবর্তন চায়। তাদের এই প্রত্যাশা ও ভালোবাসা আমাকে আরও আন্তরিক ও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। তিনি আরো বলেন, যেকোন বিপদ আপদে জামায়াত বরাবরই পাশে রয়েছে। মানুষের কল্যাণে রাজনীতি করতে চাই। দলমতের উর্ধ্বে উঠে অতীতের বস্তা পঁচা রাজনীতি থেকে জাতিকে মুক্ত করতে হবে। উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, পৌর ১৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউসুফ, সেক্রেটারি আবু সায়েম প্রমুখ।
রাজনীতি
উঠান বৈঠক করলেন জামায়াতের প্রার্থী নূরুল ইসলাম বুলবুল
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে উঠান বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের প্রার্থী ও ঢাকা মহনগরীর দক্ষিণের আমীর মোঃ নূরুল ইসলাম বুলবুল।
Printed Edition