বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, "সকলে ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিবাদ আওয়ামী লীগ কস্মিনকালেও আর ফিরবে না। ভারতের দাদাগিরিও আর থাকবে না।"

তিনি মঙ্গলবার গাজীপুর নগর ভবন সংলগ্ন চেয়ারম্যান বাড়িতে অনুষ্ঠিত এক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নোয়াব আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান অনন্যা কায়সারের ব্যবস্থাপনায় আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আফজাল হোসেন কায়সার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট লাবিব উদ্দিন সিদ্দিকী।

এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সৈয়দ আক্তারুজ্জামান, গাজীপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট জাকিরুল ইসলাম, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান, সাবেক গাজীপুর পৌর যুবদলের সাধারণ সম্পাদক মো. রফিজ উদ্দিন রফিক, গাজীপুর সদর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক পূবাইল ইউপি চেয়ারম্যান মো. সুলতান উদ্দিন, সদর উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. বেনজির আহমেদ প্রমুখ।