বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ড. মাওলানা কেরামত আলী রোজার প্রধান যে লক্ষ্য তাকওয়া বা আল্লাহভীতি সেটি অনুশীলন করে সকল পেশাজীবর প্রতি নিজের পেশায় অগ্রবর্তী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মসূচি অনুধাবন করে তার সম্পর্কে মূল্যায়ন করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
গতকাল বুধবার নগরীর একটি মিলনায়তনে রাজশাহীর সর্বস্তরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সকল প্রকার সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচনের ঘোষণা প্রদানের আহ্বান জানান। মহানগরীর সহকারি সেক্রেটারি অধ্যক্ষ শাহাদত হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল। অন্যদের বক্তব্য দেন মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দীন সরকার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সরদার আবদুর রহমান, বিশিষ্ট কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদ প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন মহানগরী জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আশরাফুল আলম ইমন।