গাজার নিরীহ মুসলমানদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) কালিয়াকৈর উপজেলার সফিপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে মৌচাক পর্যন্ত পদযাত্রা করে সেখানে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আমীর ডঃ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধ পুরো বিশ্বের বিবেককে নাড়া দিয়েছে। অথচ বিশ্ব শক্তিগুলো রহস্যজনকভাবে নীরব। আমরা মুসলিম উম্মাহর পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সমাবেশটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি জনাব শফিউদ্দিন। বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি মো: আনিসুর রহমান বিশ্বাস, জামায়াতের কালিয়াকৈর পৌর আমীর ইয়াসিন আলী মৃধা, উপজেলা আমীর মো: বেলাল হোসেন সরকার এবং ছাত্র শিবির গাজীপুর জেলা সভাপতি মো: ইয়াসিন আরাফাত।
এছাড়াও জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হকের নেতৃত্বে কাপাসিয়া উপজেলায়, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শ্রীপুর উপজেলায়, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ আলীর নেতৃত্বে জয়দেবপুর থানার ভবানীপুরে এবং মোখলেছুর রহমান ও উপজেলা আমীর মাহমুদুল হাসানের নেতৃত্বে কালীগঞ্জ উপজেলায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, গাজার শিশু, নারী ও সাধারণ মানুষের উপর চালানো এই বর্বর গণহত্যা মানবতার বিরুদ্ধে যুদ্ধ। মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং গাজাবাসীর পাশে দাঁড়ানো।