বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন,
আমরা একটি ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করছি। আমাদের উপরে শত নির্যাতন হলেও আমরা পিছিয়ে যাইনি। আমাদের নেতৃবৃন্দ ফাঁসির রশিতে ঝুলেছে, কিন্তু আপোষ করেননি। শত বাধা ডিঙ্গিয়ে আমরা এই বাংলার জমিনে ইসলামী রাজ কায়েমের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ। সেই কাজের অংশ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। এক্ষেত্রে কোনোভাবেই যেন আমার এলাকার মা বোনেরা পিছিয়ে না থাকে। সবার কাছেই দাড়িপাল্লায় ভোট দেয়ার জন্য আহবান জানাতে হবে। আমি সাতকানিয়া-লোহাগাড়ায় ১৯৯১ ও ২০০১ সালে এমপি নির্বাচিত হয়েছিলাম।সেই সময় আমার সবটুকু দিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছি। দীর্ঘ আন্দোলনের সংগ্রামে সাতকানিয়া লোহাগাড়াবাসীকে ছেড়ে যায়নি। আগামীতেও সাতকানিয়া-লোহাগাড়াবাসীর সাথেই থাকবো ইনশাআল্লাহ। তিনি বৃহস্পতিবার সকালে লোহাগাড়া রাজমহল কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী লোহাগাড়া মহিলা বিভাগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, নায়েবে আমীর ড. মাওলানা হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান ও লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী। সমাবেশের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চট্টগ্রাম অঞ্চল পরিচালক মিসেস মেরিনা সুলতানা, সেক্রেটারি মিসেস গুলশান হোসাইন এবং সহকারী সেক্রেটারি মিসেস আসমা সুলতানা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিসেস শাহীন তাহের।
এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্বাচন শুধু ব্যালটের লড়াই নয়, এটি মূল্যবোধ, ন্যায় ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। মাঠ পর্যায়ের কর্মীদের ত্যাগ ও ঈমানদারদের প্রচেষ্টার মাধ্যমেই পরিবর্তনের স্রোত তৈরি হবে। সমাবেশে লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল ও নারী কর্মীরা অংশ নেন।