মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আবদুল মোবিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানিয়েছেন।
নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন-আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চাঁদপুর-২ আসনের সকল দলের প্রতিদ্বন্দ্বীরাই দেশপ্রেমিক এবং মতলবের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ভালোবাসেন। তাই আমি শুধু আমার কর্মসূচি জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করছি।
কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখি— জনগণ যেন পছন্দের মানুষটিকেই বেছে নিতে পারে। সকলের জানমাল নিরাপদ থাকুক। প্রতিদ্বন্দ্বী সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রইল। আল্লাহ ভরসা।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডা. মোবিনের এই ইতিবাচক বার্তা নির্বাচনি পরিবেশে ভদ্রতা ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করবে।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতারণ ও বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় মাগুরার সিভিল সার্জন ডাঃ শামীম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বশী শীল, জেলা ভোক্তা অধিকার কর্মকর্তা সজল আহম্মদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারি, সহকারি পুলিশ সুপার আসিফ আল নাহিয়ান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা চেম্বারের সভাপতি আখতার হোসেন, বিসিকের উপ পরিচালক অর্জুন কুমারসহ আরো অনেকে বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক বলেন, মাগুরা জেলাকে পুড়া পরিত্যক্ত ভৌজ্যতেল মুক্ত করতে হবে। আর সবার সহযোগিতা থাকলে মাগুরা জেলা হবে দেশের প্রথম পোড়া তেল মুক্ত জেলা। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ তৈল নিজের গরজে ব্যবসায়ীদের পূন ব্যবহার না করার জন্য জেলা প্রশাসক আহবান জানান। সভায় জেলা শহরের হোটেল, বেকারী, চানাচুর ফ্যাক্টরীর মালিকরা উপস্থিত ছিল। তারা তাদের পোড়া তৈল ব্যবহার না করে বিক্রি করবে বলে জানান।
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে রহুল আমীন
চুয়াডাঙ্গা : জামায়াতে ইসলামী জেলা আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের মাথার তাজ। তারা আমাদের অভিভাবক। মুক্তিযোদ্ধারা এ জাতীর শ্রেষ্ঠ সন্তান। সুখে -দুখে, বিপদে আপদে যেকোন প্রয়োজনে আমরা মুক্তিযোদ্ধাদের পাশে থাকবো। মুক্তিযোদ্ধাদের পরামর্শ আমরা সাদরে গ্রহণ করবো। তিনি আরো বলেন, অসুস্থ প্রবীণ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিতে আমরা সব সময় প্রস্তুত আছি। আমরা মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। জামায়াতে ইসলামীর উদ্যোগে জীবননগরে মুক্তিযোদ্ধাদের সাথে জেলা আমীর রুহুল আমীনের মতবিনিময় সভা গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার সময় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তযোদ্ধা দলিল উদ্দীন। বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা উম্বত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মন্টু সরকার, মজিবর রহমান, আবদুল কাদের ও আব্দুর রশীদ, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা সাজেদুর রহমান সেক্রেটারি মাহফুজুর রহমান, পৌর আমীর মাওলানা ফিরোজ হোসেন, যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটন প্রমুখ।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ী উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ৫নং ও ৮নং ওয়ার্ডের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির মনোনীত মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফজলুল করীম বলেন, “সুশাসন প্রতিষ্ঠায় প্রতিটি নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দাঁড়িপাল্লা শুধুমাত্র একটি প্রতীক নয়, এটি ন্যায়, সমতা ও সত্যের প্রতিচ্ছবি। এই প্রতীকে ভোট দেয়ার মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়ন সম্ভব।”
তিনি আরও বলেন,দশকে দুর্নীতি, অবিচার ও বৈষম্যমুক্ত করতে হলে যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব নির্বাচন সময়ের দাবি। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই হলো সুশাসনের মূল ভিত্তি আর সেই বার্তা বহন করে দাঁড়িপাল্লা প্রতীক।”
বাজিতপুর : বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দাঁড়িপাল্লার পক্ষে কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলীর নেতৃত্বে মাইজচরের বিভিন্ন এলাকায় গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
পরে সকাল ১২টায় আইনারগোপ গ্রামের পারকচুয়া এলাকায় এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজচর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সভাপতি মেহেদী হাসান আলাল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ রমজান আলী।
সাদুল্লাপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সম্পাদক ও গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
তিনি বলেন, “পরিবেশ রক্ষা আমাদের ঈমানি দায়িত্ব। একটি গাছ রোপণ মানে কেবল ছায়া নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দান।”
তিনি আরো বলেন “জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করছে। আমরা এমন এক সমাজ গড়তে চাই—যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে বিকশিত হবে।”
তাঁর বক্তব্যে প্রতিফলিত হয় দায়িত্ববোধ, নেতৃত্বের স্পষ্টতা এবং মানবপ্রেমের গভীর বার্তা। পরিবেশ সংরক্ষণকে তিনি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনজীবনের উন্নয়নের আন্দোলন হিসেবে উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে জনসচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়।
কালিগঞ্জ সাতক্ষীরাঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুশুলিয়া ইউনিয়নের শাখার উদ্যোগে এক নির্বাচনি পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বৃহস্পতিবার (৬ নভেম্বর)সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে এক নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুশুলিয়া ইউনিয়নের জামায়াতের সহসেক্রেটারি মোঃ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও কুশুলিয়া ইউনিয়ন
জামায়াতের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার।
কেশবপুর (যশোর) সংবাদদাতা : যশোর - ৬ কেশবপুর জামায়াত মরোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলী বুধবার (৫নভেম্বর) সকাল থেকে উপজেলার বাঁশবাড়ীয়া, কোমলপুর, চিংড়া, ধর্মপুর, এলাকায় গনসংযোগ করেন। এসময় তিনি বাঁসবাড়ীয়া, ধর্মপুর এলাকায় মহিলা সমাবেশে বক্তব্য রাখেন, এরপর সন্ধ্যায় চিংড়া বাজারে শ্রমিক সমাবেশে বক্তব্যে বলেন, শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রয়েছে। ভোটের সময় শ্রমিকদের অনেক আশার বানী শোনালেও ভোটের পর আরকোন খোজ থকেনা।জামায়াত যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে তাহলে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেবে।