হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১নং গেইট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেছেন বাংলাদেশ চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক আবদুল মালেক চৌধুরী।

বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় ব্যবসায়ী, যানবাহন মালিক, শ্রমিক ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে সমর্থন চান।

অধ্যাপক মালেক চৌধুরী বলেন, “জনগণের কল্যাণে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমাদের মূল লক্ষ্য। এজন্য আপনাদের সহযোগিতা ও ভোট প্রত্যাশা করছি।”

গণসংযোগকালে স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর (মাগুরা) : মাগুরায় জামায়াতে ইসলামীর মহম্মদপুর উপজেলার শাখার উদ্যোগে বুধবার বিকেলে মহম্মদপুর বাসষ্টান্ডে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য। সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম.বি. বাকের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, মহম্মদ পুর উপজেলার সাবেক আমীর মাওলানা কবির হোসেন এবং ভারপ্রাপ্ত উপজেলা আমীর মাস্টার নজরুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী মোঃ জুবায়ের হুসাইনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।

রাজবাড়ী : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা ও সদর উপজেলার শাখার যৌথ উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

পতিত ফ্যাসিবাদী শক্তির সাম্প্রতিক নাশকতা মূলক কর্মকাণ্ড ও অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ভাবে ২ দিনের কর্মসূচি ঘোষণা করে, কেন্দ্র ঘোষিত কর্মসূচীর প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার সকাল ৭ টায় আজাদী ময়দান থেকে জেলা আমীরের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক দিয়ে বড়পুল হয়ে বাজার প্রদক্ষিণ করে শহীদস্মৃতি চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এই সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, রাজবাড়ী জেলা জামায়াতের আমীর, রাজবাড়ী -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডঃ মোঃ নুরুল ইসলাম।

মিছিল এবং সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মোঃ আলীমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সাইয়েদ আহমেদ খান, রাজবাড়ী পৌর জামায়াতের আমীর ডাঃ হাফিজুর রহমান সহ পৌরসভা শাখা ও সদর উপজেলার বিভিন্নস্তরের নেতা ও কর্মীগণ।

পিরোজপুর : দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক। আরো উপস্থিত ছিলেন পৌর আমীর ইসহাক আলী খান, সদর আমীর সিদ্দিকুর রহমান, সদর সেক্রেটারি আরিফ মিয়া, মাওলানা শওকত আলী, আনসারুজ্জাম হালিম প্রমুখ। মিছিলের শুরুতে সংক্ষিপ্ত জেলা সেক্রেটারি।

চুয়াডাঙ্গা : জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর বিশিষ্ট আয়কর আইনজীবী মোঃ রুহুল আমিন বলেছেন-আমরা নিজের আখের গোছানোর জন্য আপনাদের কাছে আসিনি, এসেছি আপনাদের পাশে দাড়ানোর জন্য। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে এদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করবে। আপনাদের আর কোন সুবিধাবাদিদের খপ্পড়ে পড়তে হবেনা। তিনি গত সোমবার বিকাল তিনটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চুয়াডাঙ্গা-২ আসনের কুড়ুলগাছি ইউনিয়নে ঠাকুরপুর, চাকুলিয়া, ফুলবাড়ী বুইচিতলা, সদাবরি, ধাণ্যঘরা, দূর্গাপুর এবং কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজারে আয়োজিত পথসভাকালে এসব কথা বলেন। এ সময় তিনি কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা পায়ে হেটে এসব গ্রামের মহল্লায় মহল্লায় গিয়ে গণসংযোগ করেন। গনসংযোগকালে তাকে কাছে পেয়ে অনেককে আবেগে আপুত হতে দেখা যায়। তিনি রাত ৮টায় ধাণ্যঘরা একটি পথসভা ও রাত ৯ টায় কার্পাসডাঙ্গা বাজারে আরও একটি পথ সভায় বক্তব্য রাখেন। এসব গণসংযোগ ও পথ সভায় তিনি বলেন- আগামী নির্বাচন ছাত্রবিপ্লবের প্রেক্ষিতে আমাদের জন্য অতিগুরুত্বপূর্ণ। হাজারো রক্তের ফসল কোন বসন্তের কোকিল কিংবা চাঁদাবাজদের কাছে যেন জিম্মি হয়ে না পড়ে।

চকরিয়া: চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামুহুরী এলাকায় গণসংযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। গত ১৩ নভেম্বর দুপুর আড়াইটার দিকে শুরু হয় এ গণসংযোগ। জননেতা আবদুল্লাহ আল ফারুক চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর সাবেক ছাত্রনেতা মো. আরিফুল কবির, সাংগঠনিক সেক্রেটারি মাওলানা জামাল হোসাইন নূরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুরুব্বিদের সঙ্গে নিয়ে এলাকাবসীর সাথে সালাম ও কুশলাদি বিনিময় করেন। তিনি সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পরে বিকাল চারটায় আসরের নামাযের পর ভরামুহুরীস্থ একজন প্রবাসীর জানাযার নামাযে অংশগ্রহণ করেন তিনি। সেখান থেকে মাগরিবের আযানের আগে খোদারকুমস্থ ক্যামব্রিয়ান স্কুলের সামনে বিশেষ দোয়া মুনাজাতের মাধ্যমে গণসংযোগ কার্যক্রম শেষ হয়। এসময় জামায়াত নেতা মাওলানা ওসমান গণি, মাওলানা মুনির উদ্দিন, মামুনুর রশিদ নূরী, আতিকুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ : সামনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রার্থীরা অন্যান্য এলাকার মত প্রচার-প্রচারণায় ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভা চসে ফিরছেন। এ আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দুইবারের শিবগঞ্জ উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান ড. মোঃ কেরামত আলী। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, বাংলাদেশের রাজনীতিতে মানুষ পরিবর্তন চাই। সেই অঙ্গীকার নিয়ে আমি কাজ করছি। আমি শিবগঞ্জের জনসাধারণের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রচার কাজ চালিয়ে যাচ্ছি। আমার প্রচারণায় জনসাধারণের ব্যাপক সাড়া মিলছে। শিবগঞ্জবাসীর কল্যাণে সর্বাত্মক কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি।