জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আন্তঃবিভাগ হ্যান্ডবল-২০২৫-এ দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চারুকলা বিভাগ।

গত ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চারুকলা বিভাগ ৮-৭ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এ উপলক্ষে ‘ফাইন আর্টস স্পোর্টস ক্লাব’ ২৫ ফেব্রুয়ারি বিজয় উদযাপন ও শোভাযাত্রা বের করে।

খেলায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন চারুকলা বিভাগের অর্নব আদিত্য রাহী, আর সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেছেন জসাই মং মারমা।

উল্লেখ্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ।

প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক বেগম নাছরীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।