বাগেরহাট সংবাদদাতা : জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবির যৌক্তিকতা প্রসঙ্গে বাগেরহাট প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার উদ্যোগে সাংবাদিক, সুশীল সমাজ ও পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুসের পরিচালনায় উক্ত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মী, সাংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গের উদ্দেশ্যে জেলা আমির মাওলানা রেজাউল করিম তার বক্তব্যে বলেন, ‘সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’

মতবিনিময় সভায় জামায়াত মনোনীত বাগেরহাট ০২ (ফকিরহাট, রামপাল ও মংলা) সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, বাগেরহাট ০৩ (কচুয়া, মোড়েলগঞ্জ ও শরণখোলা) সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম, বাগেরহাট ০১ (বাগেরহাট সদর, চিতলমারী ও মোল্লাহাট) সংসদীয় আসনের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ সদর-গজারিয়া) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফের সমর্থনে এক মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সদর উপজেলার আধারা এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলা মহিলা বিভাগের উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা আমীর নুরুল আমিন শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আ. জ. ম. রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি সালমা বেগম, আধারা ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম খলিল প্রমুখ।

চট্টগ্রাম ব্যুরো : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক নুরুল আমীন বলেছেন, ইতোপূর্বে জামায়াতের ৫ দফা দাবি নিয়ে গণসংযোগ করা হয়। এতে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন লক্ষ করা যায়। এ দাবিগুলো এখন জনগণের দাবিতে পরিণত হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ৫ দফা আদায়ের বিকল্প নেই। এ গণদাবি বাস্তবায়নে জনগণ উদ্বুদ্ধ হলেই ফ্যাসিবাদ চিরতরে নির্মূল হবে, ইনশাআল্লাহ।

সম্প্রতি পটিয়া ক্রসিংস্থ এস.আর স্কয়ার কনভেশন হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গের সাথে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট আবু নাছের এর সঞ্চালনায় অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সেক্রেটারি ও চট্টগ্রাম-১৩ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাছান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানী, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান, মিডিয়া সংগঠক গিয়াস আজাদ চৌধুরী, দৈনিক আজাদী প্রতিনিধি নুরুল ইসলাম, জিটিভি চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার তৌহিদুল আলম, যায়যায়দিন প্রতিনিধি আনোয়ারুল হক,

প্রথম আলোর মোরশেদ আলম, দেশ রূপান্তর এর জাহেদুল ইসলাম, সময়ের আলো আনোয়ারা প্রতিনিধি এনামুল হক নাবিদ, যুগান্তর কর্ণফুলী প্রতিনিধি বদরুল হক, পূর্বদেশ কর্ণফুলী প্রতিনিধি মুহাম্মদ আয়াজ, সকালের সময়ের মহিউদ্দিন মঞ্জুর সহ জামায়াতে ইসলামী এবং সাংবাদিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

গাইবান্ধা সংবাদদাতা : সম্প্রতি জেলা কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীল দের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা আব্দুল করিম সরকার। এসময় জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

জয়পুরহাট সংবাদদাতা : জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুর রহিম।

জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডলের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, জয়পুরহাট জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড. মামুনুর রশিদ ও জামায়াত মনোনীত জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, এফডিইবির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম সদস্য সচিব ইঞ্জি: মো. আব্দুল বাতেন, কড়ই নুর“ল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রহমান, কালাই বিএম কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, তালিমুল ইসলাম একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এ বি এম ছিদ্দিকুল্লাহ, পাঁচবিবি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম সহ অন্যান্য পেশার নেতৃবৃন্দ।

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিশ্বের ইতিহাসে অনন্য নজির হলো চব্বিশের জুলাই বিপ্লব। জেনারেশন জেড তথা তরুণদের ডাকে রাজপথে নেমে এসেছিল সেদিন শিক্ষক-বুদ্ধিজীবী, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পপতি, সংবাদকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষ। অভিভাবক, রিক্সাওয়ালা, হকারসহ সবাই নেমে এসেছিল সেদিন ১৮ কোটি মানুষকে মুক্ত করতে। কিন্তু বিপ্লবের চৌদ্দ মাসেরও বেশি সময় চলে গেলেও এখনো সচল হয়ে উঠেনি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতসমূহ। স্বৈরাচারের দোসর ও তাদের পদায়নের লোকগুলো বহাল তবিয়তে ঘাঁপটি মেরে বসে থাকায় সংস্কার, বিচার ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা এখনো দৃশ্যমান নয়। তাই ৫ দফা গণদাবির পক্ষে ব্যবসায়ী-শিল্পপতিদেরও সোচ্চার হতে হবে এবং অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সত্যিকার দেশপ্রেমিক নেতৃত্বের সরকার প্রতিষ্ঠা করে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা এবং জনগণের কল্যাণকর ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যালয়স্থ (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম মহানগরীর জামায়াতের উদ্যােগে আয়োজিত বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য তিনি এসব কথা বলেন।

বগুড়া অফিস : জুলাই সনদের আইনী ভিত্তি এবং পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি আদালয়ের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা সম্প্রতি স্থানীয় টিএমএসএস অডিটোরিয়ামে মতবিনিময় সভার আয়োজন করে। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ও বগুড়া-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন। আলোচনায় অংশ নেন জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাস্টার নজরুল ইসলাম, ডা: লিয়াকত আলী, অধ্যাপক আব্দুল ওয়াহাব, সাংবাদিক এফ শাহজাহান প্রমূখ। বক্তারা একটি জবাবদিহি ও অংশগ্রহনমূলক জাতীয় সংসদ গড়ার লক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ স্বাক্ষর এবং সকলের জন্য লেভেল প্লেয়ি ফিল্ড তৈরি করার জন্য সরকারের প্রতি জোরালো দাবি জানান। মতবিনিময় সভায় বিভিন্ন শ্যেনি-পেশার প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ ৩ (সদর- গজারিয়া) আসনের মনোনিত সংসদ সদস্য প্রর্থী প্রফেসর মো আবু ইউসুফ মুন্সীগঞ্জ পৌরসভার তার নির্বাচনী জনসংযোগ করছেন,বৃহস্পতিবার ৯ই অক্টোবর বিকাল ৩টায় সদর হাসপাতাল থেকে শুরু হয়ে মুন্সীগঞ্জ সুপার মার্কেট হয়ে মুন্সীগঞ্জ বাজারে যেয়ে শেষ হয় প্রফেসর আবু ইউসুফ ছাড়া ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মো আব্দুল মবিন, মুন্সীগঞ্জ ২নং ওয়ার্ড সভাপতি মো মহসিন মুন্সি। প্রমুখ গণসংযোগ কালে প্রফেসর আবু ইউসুফ বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কাউকে তার অধিকারের জন্য রাস্তায় আন্দোলন করতে হবে না ইনসাফ সহকারে যার যার অধিকার বুঝিয়ে দেওয়া হবে, তিনি বলেন মুন্সিগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নয়ন সাধন করবেন বলে তিনি জানান।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেছেন,২৮ শে অক্টোবর ২০০৬ লগীবৈঠার তান্ডবে যেদিন লাশের উপর নাচানাচি করে আওয়ামী লীগ, সেদিনই মূলত গণতান্ত্রিক অভিযাত্রাকে হত্যা করা হয়। এরপর থেকে ২০২৪ পর্যন্ত আমরা ছিলাম ফ্যাসিবাদের আন্ডারে। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই ঘোষণা পত্র যদি গ্যাজেট করা না হয়, এর সাথে শহীদদের তালিকা, আহতদের তালিকা করা না হয়, তবে রাজনৈতিক পরিবর্তন হলেই জুলাই আন্দোলনে সম্পৃক্তদের অপরাধী করা হবে। তাই তিনি অচিরেই জুলাই ঘোষণাপত্র গ্যাজেট করে প্রকাশের জোর দাবি জানান।

পি.আর পদ্ধতি সহ ৫ দফা দাবি আদায়ে নেতৃস্থানীয় সচেতন নাগরিকদের নিয়ে হাটহাজারী উপজেলা জামায়াতের গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলটেবিল বৈঠকে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলা উদ্দিন সিকদার। মুখ্য আলোচক ছিলেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যাহ পাটোয়ারী।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেছে উপজেলা জামায়াত। সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত বাজারের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মু. বেলাল হোসাইন, পৌর জামায়াতের নায়েবে আমীর কাজী মো. ইয়াছিন, সেক্রেটারি মোশারফ হোসেন ওপেলসহ বিভিন্ন পর্যায়ের জামায়াত, শিবির ও যুব বিভাগের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরাচার তৈরি হবে না। এতে করে দেশের সার্বিক উন্নয়ন হবে। সুতরাং গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে পিআর পদ্ধতি ছাড়া কোন নির্বাচন জনগণ মেনে নিবে না।

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : সাবেক বেগমগঞ্জ উপজেলা দুই বারের ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন। তাঁর সামগ্রিম কর্মকান্ডে ও রাজনৈতিক দূরদর্শিতার কারণে ইতিমধ্যেই এই আসনের তৃণমুলে বাড়ছে জামায়াতের জনপ্রিয়তা। মাওলানা বোরহান উদ্দিন সভা-সমাবেশ, গণসংযোগসহ রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে এই আসনে আলোচনায় উঠে এসেছেন। জামায়াতের প্রভাবশালী এই নেতা নাম দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সামাজিক নেতৃত্বের ভিত্তিতে তিনি জনগণের সামনে উন্নয়নের ভিশন উপস্থাপন করছেন। ছুটে বেড়াচ্ছেন পাড়া মহল্লায়। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, আধুনিক, বাসযোগ্য, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত, বৈষম্যহীন সমাজ গড়তে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন মাওলানা বোরহান উদ্দিন। জামায়াতে ইসলামির সমর্থনের বাইরেও মাওলানা বোরহান উদ্দিনের প্রতি সাধারণ মানুষের রয়েছে অকুন্ঠ সমর্থন। দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকার কারণে ও আচার ব্যবহারের মাধ্যমে ইতিমধ্যেই তিনি সাধারণ ভোটার ও জগণনের মন জয় করতে সক্ষম হয়েছেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ব্যক্তি বলয়েও মাওলানা বোরহান উদ্দিন কিছু কিছু ইউনিয়নে ভোট ব্যাংক তৈরি করতে সক্ষম হয়েছেন। উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে মাওলানা বোরহান উদ্দিন সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন।

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা : ত্রিশালে সাফা-মারওয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার আমীর মো. আব্দুল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী ফেব্রুয়ারিতেই পিআর(Proportional Representation)পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘জামায়াতের দিকে এখন ভোটের জোয়ার শুরু হয়েছে। মানুষ পরিবর্তন চায়। আমরা কোনো অন্যায় বা দুর্নীতি মেনে নেব না।

আব্দুল করিম আরও বলেন, ‘‘রাস্তাঘাট উন্নয়নের জন্য সরকার যে পরিামাণ বরাদ্দ দেয়, সেখানে যদি কোনো দুর্নীতি না হয়, তাহলে পাঁচ বছরের মধ্যে একটি উপজেলার আর কোনো রাস্তা অসম্পূর্ণ থাকবে না”।

সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা আমীর আ.ন.ম. আব্দুল্লাহীল বাকি নোমান এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শামীম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর ও ত্রিশাল আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আসাদুজ্জামান সোহেল। তিনি পিআর পদ্ধতিতে নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘ যারা এখন বলছেন আমরা পিআর বুঝি না, তারা একসময় কেয়ারটেকার সরকারও বুঝতে পারেননি, কিন্তু সময়ের সঙ্গে জনগণ যেমন কেয়ারটেকার সরকার বুঝেছে, এবারও পিআর পদ্ধিতির প্রয়োজনীয়তা জনগণই বুঝে নিয়েছে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, প্রচার সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, পৌর সেক্রেটারি এনামুল প্রমুখ।

গাইবান্ধা সংবাদদাতা : সুন্দরগঞ্জ উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বশীলদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের জেলা নায়েবে আমির ও সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা অধ্যাপক মাজেদুর রহমান।এসময় উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।