চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার চান্দিনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ঝটিকা মিছিলের ঘটনায় নেতাকর্মীদের আসামী করে থানায় মামলা দায়ের করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। ১২ সেপ্টেম্বর ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কুটুম্বপুর বাস স্টেশন এলাকায় আওয়ামীলীগের ব্যানার হাতে ঝটিকা মিছিল করে কয়েকজন নেতাকর্মী। ওই ঘটনায় রাতে আওয়ামীলীগের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন চান্দিনা থানার উপ পরিদর্শক (এএসআই) মো. আনিছুল হক। পুলিশ সূত্রে জানা যায়- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে মিছিল করে অপরাধ ষড়যন্ত্রে লিপ্ত হয়ে দেশের নিরাপত্তা বিঘিœত করে জনমনে আতংক সৃষ্টি করার অপরাধ করেছে। ওই অপরাধে ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়। শনিবার রাতে চান্দিনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- চান্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মোস্তফা মিয়াজীর ছেলে মহিচাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমিন মিয়াজী (৩৫), বেলাশ^র গ্রামের ফারুক আহমদের ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের দপ্তর সম্পাদক সাঈদ আহমেদ রয়েল (৩৭), দক্ষিণ চান্দিনা এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক মো. নাইম (২৬)। চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান- মহাসড়কের ঝটিকা মিছিল ও দেশের নিরাপত্তা বিঘœ ঘটানোয় জড়িত থাকার সন্দেহে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।