আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. এম. এ. হাসেম চৌধুরী। এ উপলক্ষে শনিবার (১৩ ডিসেম্বর)জয়দেবপুরের হাবিবুল্লাহ স্মরণীতে ইকবাল কুঠিরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহীদ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, তাঁদের আত্মত্যাগই গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের চিরন্তন প্রেরণা। নিজের পরিচয় তুলে ধরে তিনি বলেন, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও জিএস, ফিনল্যান্ডের হেলসিংকি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডিধারী এবং দীর্ঘ ৩৫ বছর অধ্যাপনা শেষে জন্মভূমির টানে কাপাসিয়ায় ফিরে এসেছেন।