জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াত ইতোমধ্যে দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার প্রতীকে পরিণত হয়েছে। চূড়ান্ত বিজয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। জাতির প্রত্যাশা পুরণে কাজ করতে চাই। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ ও তরুণ প্রজন্মের জন্য একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এজন্য প্রয়োজন ঈমানদার দেশপ্রেমিক জনতা। জামায়াত সেই দেশপ্রেমিক জনতা গঠনে কাজ করছে। জাতির প্রত্যাশা পূরণে জামায়াতের মানবিক তৎপরতা অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

তিনি বলেন, আল্লাহতায়ালা আমাদেরকে সর্বোত্তম জাতি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের দায়িত্ব হলো মানুষের কল্যাণ সাধনে অবিরত চেষ্টা চালানো। শুধু তাই নয়, বিত্তবানদের সম্পদে হতদরিদ্র মানুষের হক রয়েছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো করুণা নয়, বিত্তবানদের নৈতিক ও ঈমানী দায়িত্ব। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হয়।

গতকাল শুক্রবার নগরীর বালুচর এলাকায় সিলেট মহানগরীর শাহপরান পশ্চিম থানার ৩৬নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওয়ার্ড সভাপতি সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েলের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য ও শাহপরান থানা পশ্চিমের আমীর মোহাম্মদ শাহেদ আলী।

বৈঠকে অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন- ৩৬নং ওয়ার্ড জামায়াত নেতা সামসুল আলম, ইকবাল আহমদ বাদল, সোহাগ আহমেদ, মিসবাহ উদ্দিন বাইছ ও সাইফুল আলম প্রমুখ।