ফুলবাড়ি (কুড়িগ্রাম) সংবাদদাতা : জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন সহ ৮ দলের ফুলবাড়ি উপজেলা শাখার উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি উক্ত আদেশের উপর জাতীয় সংসদের আগে গণভোট সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে ৩ ডিসেম্বর রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে উপজেলা জামায়াত আমীর মাওলানা আব্দুল মালেক ও ইসলামী আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে এক বিশাল স্বাগত মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ি বাজার তিনকোনা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মালেক উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।