নারায়ণগঞ্জ সদর উত্তর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে গতকাল শুক্রবার মাহে রমজানের তাৎপর্যতা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, সমাজে একশ্রেণির লোক আছে যারা শ্রমিকদের উসকানি দিয়ে নিজেদের ফায়দা হাসিল করে। শ্রমিক ভাইয়েরা আপনারা এ ধরনের ফাঁদ থেকে সর্তকতা অবলম্বন করবেন।
গতকাল ফতুল্লা কায়েমপুর এলাকায় ইফতার মাহফিলে তিনি আরো বলেন, শ্রমিকদের আইন বাস্তবায়ন করতে পারে একমাত্র কুরআনের শাসকরাই। তাই আগামী নির্বাচনে সৎ ও আল্লাহভীরু যোগ্য ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে জনগনের খেদমত করার সুযোগ করে দিবেন। তিনি আরো বলেন যেসমস্ত প্রতিষ্ঠানের মালিকরা শ্রমিদের বেতন বোনাস না দিয়ে বিদেশ গিয়ে ঈদ উদযাপনের কথা ভাবছেন তাদেরকে হুশিয়ারি করে বলতে চাই, শ্রমিকরা আল্লাহর বন্ধু, তাই তাদের বেতন বোনাস সঠিক সময়ে প্রদান করে আপনি আপনার উপর অর্পিত দায়িত্ব পালন করুন, মালিক- শ্রমিকের সম্পর্কে ঘাটতি হতে পারে আর এতে করে দুষ্কৃতকারী সুযোগ নিতে পারে।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন, নারায়ণগঞ্জ উত্তর থানা জামায়াতের আমীর আবুল কালাম আজাদ।নারায়ণগঞ্জ উত্তর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা গাজী আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সহ সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, জামায়াতের থানা সেক্রেটারি রুহুল আমিন, মো নাদিম, মো জসিম হোসেন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।