পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবীতে ফেনীতে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখা। উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে শহরের সালাম কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শিহাব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সাবেক আমীর এ কে এম সামছুদ্দিন ও জেলার নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ। এসময় আরো বক্তব্য রাখেন ফেনী শহর ছাত্রশিবিরের সেক্রেটারি শফিকুল ইসলাম, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি আব্দুর রহিম ও সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর হারুন অর রশিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
রাজনীতি
ফেনীতে মতবিনিময় সভা
‘পিআর পদ্ধতি হলে স্বৈরাচার হওয়ার পথ বন্ধ হয়ে যাবে’ ----------লিয়াকত আলী ভূঁইয়া
পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবীতে ফেনীতে মতবিনিময় সভা করেছে জামায়াতে ইসলামী ফেনী সদর উপজেলা শাখা। উপজেলা আমীর মাওলানা নাদেরুজ্জামানের সভাপতিত্বে শহরের সালাম কমিউনিটি সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া।