আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনে রংপুর-১ আসনের (গঙ্গাচড়া-সিটি কর্পোরেশন সদর আংশিক) সদ্য জাপায় যোগদানকারী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নপত্র যুক্তরাষ্ট্র-বাংলাদেশের দ্বৈত নাগরিকত্বের অভিযোগে বাতিল করেছেন জেলা রিটার্নিং অফিসার।
গতকাল বৃহস্পতিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে রংপুরের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ এনামুল আহসান মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে দ্বৈত নাগরিকত্বের তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকার অভিযোগে বিধি মোতাবেক তার মনোনয়নপত্র বাতিল করেন। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে ব্যারিস্টার মঞ্জুম আলী বলেন, তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবেন।
এই আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী, বিএনপির মোকাররম হোসেন সুজন এবং ইসলামী আন্দোলনের গোলাম মোস্তফা বাবুসহ ৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার।
এদিকে একইদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত রংপুর-২ আসনের (বদরগঞ্জ-তারাগঞ্জ) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এসময় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার এই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, বিএনপির মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল এবং ইসলামী আন্দোলনের মোহাম্মদ আশরাফ আলীসহ দাখিলকৃত ৫ জনের মধ্যে সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।
এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হলে দাঁড়িপাল্লা প্রতীকের ব্যাপক বিজয় হবে। এর মাধ্যমে জুলাই আকাক্সক্ষাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।
উল্লেখ্য, রংপুরের ৬টি নির্বাচনী আসনে মোট ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল শনিবার রংপুর-৩ ও রংপুর-৪ আসনের এবং রোববার রংপুর-৫ ও রংপুর-৬ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।