কবির আহমদ, সিলেট ব্যুরো : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোট, নির্বাচন লেভেল প্লেইন ফিল্ডসহ ৫ দফা ও গণভোটের হ্যাঁ; বিষয় নিশ্চিতে শনিবার বেলা ২.০০ সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফলের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শনিবারের সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিশাল প্রচার মিছিল বের করে ৮ দল। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এ প্রচার মিছিল শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে ৮ দলের নের্তৃবৃন্দ। সমাবেশ সফলের লক্ষ্যে ব্যস্ত সময় অতিবাহিত করছেন ৮ দলের নেতাকর্মীরা। ইতিমধ্যে এসএমপি কমিশনার রেজাউল করিম ও সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে পৃথক পৃথক বৈঠকসহ এসএমপি’র বিভিন্ন থানা সদরে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সমাবেশ উপলক্ষ্যে গত বুধবার বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সাথে ইসলামী ও সমমনা ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় ৬ ডিসেম্বরের সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এর প্রেক্ষিতে পুলিশ কমিশনার মহোদয় সমাবেশের সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।
এদিকে বুধবার বিকেলে পৃথক সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সাথে মতবিনিময় করেন ৮ দলের নেতৃবৃন্দ। এসময় ৮ দলের পক্ষ থেকে সিসিকের কাছে মাঠ ও পানির ব্যবস্থাপনাসহ সার্বিক সহযোগিতা কামনা করা হয়। সিসিক কর্তৃপক্ষও সমাবেশে সার্বিক সহযোগিতার ব্যাপারে ৮দল নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার প্রমূখ।
সমাবেশে মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মোঃ সেলিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মু. রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওঃ মাহমুদুল হাসান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী ও যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, দপ্তর সচিব মুফতি দীনে আলম হারুনী, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এর সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এর চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।
৮ দলের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম গতকাল সন্ধ্যায় দৈনিক সংগ্রামকে জানান, “আগামীকাল শনিবারের ৮ দলের ঐতিহাসিক সিলেট বিভাগীয় সমাবেশ ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দান লোকে লোকারণ্য হবে, ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। নিরাপত্তার ব্যাপারে এসএমপি কমিশনার আমাদের আশ্বস্ত করেছেন, পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে। আমরা নের্তৃবৃন্দ মাঠ পরিদর্শনের সময় এসএমপি’র ডেপুটি কমিশনার (নর্থ) সাইফুল ইসলাম, ডেপুটি কমিশনার (ট্রাফিক) সুদিপ্ত রায়সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।” তিনি শনিবারের সমাবেশকে সফল করার জন্য ৮ দলের নেতাকর্মীর পাশাপাশি সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।