জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম-১৫ আসনের সাবেক এমপি মাওলানা আ ন ম শাসুল ইসলাম বলেছেন, আখিরাতে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় মাথায় রেখে কাজ করলে দুর্নীতি-অনিয়ম ও অপরাধ থেকে মুক্ত থাকা যায়। আমরা দুনিয়াতে এসেছি, আবার সাবাইকে চলে যেতে হবে। আজকে যারা জানাযায় উপস্থিত হয়েছি, আমাদেরও ঠিক এভাবেই চলে যেতে হবে। তবে দুনিয়া থেকে চলে গেলেই সব শেষ হয়ে যায় না, দুনিয়াতে করা প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে।
তিনি জুমাবার লোহাগাড়ার পদুয়ার বিশিষ্ট সমাজসেবক নুুরুল আফসারের নামাযে জানাযায় উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের সকলকে আল্লাহর হক ও মানুষের হক নিয়ে আরো বেশি সচেতন হতে হবে। আরেকজনের হক দুনিয়াতে নষ্ট করেছেন, মনে করবেন না এখানেই শেষ। মৃত্যুর পর আল্লাহর আদালতে সবকিছুর জবাবদিহি করতে হবে।
জুমাবার সকাল সকাল দশটায় পদুয়া এ.সি.এম উচ্চবিদ্যাল এর গভর্নিং বডির সাবেক সদস্য ও পদুয়া জেবিএস গ্রামার স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীণ সমাজমসেবক নুরুল আফসার (৬০) এর জানাযায় মানুষের ঢল নামে। আগের দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় তিনি চমেক হাসপাতালে ইন্তিকাল করেন।
জানাযায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন, লোহাগাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম প্রমুখ, লোহাগাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান নুরুল আবচার, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া সমিতি চট্টগ্রামের সহসভাপতি ফজল আহমদ হারুন, সমাজসেবক নুরুল ইসলাম সিকদার, কাজী জসিম উদ্দিন, এনামুল হক এনাম, বিএনপি নেতা আবু সাঈদ চৌধুরী টিটু, জসিম উদ্দিন, আবুল হাশেম ও প্রবাসী অনলাইন এক্টিভিস্ট আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিন সকাল ১১টায় লোহাগাড়া উপজেলার পানত্রিশা এলাকায় জামায়াত নেতা মাওলানা নেজাম উদ্দিনের মায়ের জানাযায় অংশ নেন মাওলানা শামসুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এস এম লুৎফর রহমান, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী, আমিরাবাদের সাবেক চেয়ারম্যান কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, পুটিবিলা ইউনিয়ন জামায়াতের আমীর নাজিম উদ্দিন, চুনতীর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী, পুটিবিলার সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম প্রমুখ।