বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ,এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতির মাধ্যমে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব। জামায়াত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি ভোটারদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।

তিনি বলেন, দেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণ যোগ্য এবং সকল দলের অংশ গ্রহণ মুলক নির্বাচন চাইলে পি,আর পদ্ধতির বিকল্প কিছুই হতেপারে না। পি,আর পদ্ধতি গ্রহণ যোগ্য নির্বাচনের পুর্ব শর্ত। তিনি বলেন, যারা সংবিধানের দোহাই দিয়ে পি,আর পদ্ধতির বিরোধী বক্তব্য দিচ্ছেন তারা জুলাই গণঅভ্যুত্থানের আগে ও পরের বাংলাদেশের সংবিধান পর্যালোচনা করুন। আপনারা কিভাবে চেয়ারে বসেছেন। ডক্টর হামিদুর রহমান আযাদ বলেন,

জনগণের সামনে জামায়াত ইসলামির আদর্শ ও পরিকল্পনা তুলে ধরতে হবে এবং ভোটারের মনোবল বৃদ্ধি করতে হবে। তিনি বলেন, শুধু প্রচার নয়, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনকেই অগ্রাধিকার দিতে হবে। ডক্টর আযাদ বলেন, “জামায়াত শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শের নাম, ন্যায়, ইনসাফ ও মানবাধিকারের পক্ষে সংগ্রামী শক্তি। তিনি আরো বলেন,

“ভোট শুধু সংগঠন নয়, আন্দোলনের অংশও । মাঠ পর্যায়ে শ্রমিক-কৃষকসহ সাধারণ মানুষকে সুসংগঠিত করে জামায়াত ইসলামের গণজোয়ার সৃষ্টির আহবান জানান।

হামিদ আযাদ বলেন “দায়িত্বশীলদের প্রস্তুতি যত দৃঢ় হবে, বিজয়ের পথ তত সুগম হবে। এখন থেকে প্রতিটি কর্মীর ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন—

“বাংলাদেশ জামায়াতে ইসলামি একটি ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বদ্ধপরিকর। জনগণের ভোটাধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে।” তিনি বলেন, কোন দখলবাজ-চাঁদাবাজ যেন নেতৃত্বে স্থান না পায় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

তিনি নির্বাচন কমিশনের উদ্দেশ্যে করে বলেন, ফেয়ার ইলেকশনের বদলে যদি আবারও ফেয়ার সিলেকশন চাপিয়ে দেওয়া হয় এবং প্রশাসন সহযোগিতা করে, তবে আগস্টের মতো আরেকটি আন্দোলন-সংঘাত অনিবার্য হবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন। গতকাল ২৫ আগষ্ট রবিবার বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী পৌরসভার ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। মহেশখালী পৌরসভা জামায়াতের সভাপতি কাউন্সিলর মোতাহের হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহি উদ্দিনের সঞ্চালনায়, অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, মহেশখালী উপজেলা জামায়াতের দক্ষিণের আমির মাষ্টার শামিম ইকবাল, সাবেক ছাত্র নেতা অধ্যক্ষ সৈয়দুল হক সিকদার, উপজেলা জামায়াতের সেক্রেটারি মৌলানা আব্দুর রহিম, ওলামা বিভাগের সভাপতি মৌলানা কুতুবউদ্দিন ব্যবসায়ি ও জামায়াত নেতা আলমঙ্গীর, আব্দুল খালেক,হিন্দু বৌদ্ধ কল্যাণ ট্রাষ্টি বাবু পরিমল শীল, রাজিব দে।

এদিকে কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোছাইনের সভাপতিত্বে ও কুতুব জোম ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুর রহমান পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। পরে কুতুব জোমের মরহুম আমির আলি হিফজ খানা ও এতিম খানা পরিদর্শন করে মরহুম আব্দুল বারেকের কবর জিয়ারত করে মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন।