বুধবার ২৩ এপ্রিল ভোলা সদর উপজেলার ২ নং ইলিশা ইউনিয়ন জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচি দাওয়াতী গণসংযোগ উপলক্ষে স্থানীয় নিজাম উদ্দিন স্কুল মাঠে এক গণসমাবেশর আয়োজন করে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলা ২ নং ইউনিয়ন সেক্রেটারি আরিফুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন আমীর মাওঃ সালাহ্উদ্দিন মিয়ার সভাপতিত্বে গণসমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ভোলা জেলা তত্ত্বাবধায়ক এ কে এম ফখরুদ্দিন খান রাজী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা নায়েবে আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোঃ জাকির হোসাইন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য মাস্টার নুরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্বাস উদ্দিন, সদর উপজেলা আমীর মাওঃ কামাল হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওঃ আব্দুল গাফফার, ভোলা পৌর সেক্রেটারি মাওঃ আতাউর রহমান কামাল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর সভাপতি আবদুল্লাহ আল আমিন।
এছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা নেতৃবৃন্দ এবং ২ নং ইলিশা ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।