বাংলাদশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, ডেমোক্রেটিক প্রসেস বা ইলেকশনের মাধ্যমে রাষ্টে ক্ষমতার পালাবদল হয়। আর এটা হয় সিঙ্গেল মেজরিটি বা টোটাল মেজরিটি কিংবা দুই তৃতীয়াংশ আসনে বিজয়ের মাধ্যমে। আরেকটা পদ্ধতি হলো গণবিপ্লবের মাধ্যমে। জামায়াতে ইসলামী সাংবিধানিক প্রক্রিয়ায় জনমত গঠনের মাধ্যমে ভোটে অংশগ্রহণ করে সিঙ্গেল মেজরিটি বা টোটাল মেজরিটি নিয়ে ক্ষমতায় যেতে চায়। জামায়াতের অতীতে টার্গেট ছিলো নির্বাচনে অংশগ্রহণ করা। এখন ২০২৬-এর নির্বাচনের লক্ষ্য হল নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করা।
গতকাল ঢাকা দক্ষিণ ও বরিশাল অঞ্চল আসন প্রার্থী, আসন পরিচালক ও আসন সদস্য সচিবদের নিয়ে ২ দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গত ১৫ বছর দেশের জনগণ ভোট দিতে পারেনি। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে ও নতুন ভোটারদের সুযোগ দিতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের প্রাণের দাবি। এই দাবি আদায়ে সর্বাত্মক প্রচেষ্টা করা হবে। প্রেসবিজ্ঞপ্তি।