বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, বাংলাদেশকে যদি সত্যিকারের কল্যাণরাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে সৎ ও নৈতিকতাসম্পন্ন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। জামাতে ইসলামী বাংলাদেশ সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, একটি আদর্শ রাষ্ট্র তখনই গড়ে উঠবে, যখন প্রত্যেক নাগরিকের মধ্যে নৈতিকতা ও সততা জাগ্রত হবে। কিন্তু দুঃখজনকভাবে, আমরা নির্যাতিত হওয়ার পরও নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে পারছি না। ক্ষমতার লোভে যেকোনোভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে, যা রাষ্ট্রের প্রকৃত কল্যাণে কোনোভাবেই সহায়ক নয়। এজন্য প্রয়োজন সত্যিকারের ন্যায়ভিত্তিক নেতৃত্ব, যেখানে আইনের শাসন, নৈতিকতা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠিত হবে।

গাজীপুর মহানগর জামায়াতে ইসলামের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজীপুর জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলার সাবেক আমীর আবুল হাশেম খান।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমীর খায়রুল হাসান, মাওলানা হোসেন আলী, মহানগর সেক্রেটারি আফজাল হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটো, প্রেসক্লাবের সেক্রেটারি শাহ শামসুল হক রিপন, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রেজাউল বারী বাবুল, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ আজিজুল হক, সাংবাদিক সমিতি গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, গাজীপুর টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি ফজলুল হক মোড়লসহ অন্যান্য সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের ভূমিকা, স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজ গঠনে গণমাধ্যমের অবদানের বিষয়ে আলোচনা করেন। তারা বলেন, পবিত্র রমযান মাসের শিক্ষাকে ধারণ করে সবাইকে মানবতার কল্যাণে কাজ করতে হবে।

এছাড়াও, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণমাধ্যমের চ্যালেঞ্জ এবং সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের অবিচল থাকার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়। ইফতার মাহফিলে সাংবাদিকদের সম্মানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।