প্রচণ্ড শীতের মধ্যে রাস্তায় পড়ে থাকা এক পরিচয়হীন বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে মানবিক সহায়তার দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগ।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের যুব ও ক্রীড়া বিভাগের সহ-সভাপতি নাসির উদ্দিন খান সজলের নেতৃত্বে পল্লবী ৫নং ওয়ার্ডের মিরপুর-১১, এ ব্লক বায়তুন-নূর মসজিদের সামনে বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির অফিস সংলগ্ন স্থান থেকে ওই বৃদ্ধ মহিলাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বৃদ্ধ মহিলার নাম জানা গেছে ফাতেমা।
প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। স্থানীয় ক্যাম্পের কয়েকজন বোনের সহযোগিতায় তার পোশাক পরিবর্তন করানো হয়। পরবর্তীতে মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা হয়। চিকিৎসা শেষে তাকে সাভারে অবস্থিত “চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার” (ওল্ড হোম)-এ প্রেরণ করা হয়।
ঘটনাস্থলে জরুরি সেবা নিশ্চিত করতে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশের এসআই সালাহউদ্দীনের নেতৃত্বে একটি টহল টিম উপস্থিত হয় এবং সার্বিক বিষয়ে সহযোগিতা করে। এ ঘটনায় বাংলাদেশ পুলিশে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
ওল্ড হোমে বৃদ্ধ মহিলাকে হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫ পশ্চিম ওয়ার্ডের বায়তুন-নূর ইউনিট সভাপতি শাহ আমজাদ হোসেন, সাহাব উদ্দিন শিহাব এবং উন্নত পল্লবী সামাজিক সংগঠনের প্রতিনিধি প্রিন্স। পুরো কার্যক্রমে পুলিশ, হাসপাতাল ও ওল্ড হোমের সঙ্গে সমন্বয় ও তত্ত্বাবধান করেন নাসির উদ্দিন খান সজল।
এ মানবিক উদ্যোগে আরও সহযোগিতা করেন ৫ পশ্চিম ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, বাউনিয়াবাদ ওয়ার্ড সেক্রেটারি মনির হোসেনসহ জামায়াতে ইসলামীর স্থানীয় কর্মীবৃন্দ এবং উন্নত পল্লবী সামাজিক সংগঠনের সদস্য প্রিন্স, সামী ও রাতুল।
আল্লাহ তায়ালার কাছে দোয়া, তিনি যেন ওই বৃদ্ধ মহিলাকে দ্রুত সুস্থতা দান করেন। পাশাপাশি এই মহৎ কাজে যারা যেভাবে যুক্ত ছিলেন, মহান আল্লাহ যেন সবাইকে উত্তম প্রতিদান ও সম্মান দান করেন।