বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোবারক হোসাইন বলেছেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশে যেনতেনভাবে নির্বাচনের জিগির তোলা হচ্ছে। অথচ একটি গোষ্ঠী সুষ্ঠু নির্বাচনের কথা বলছেন না। কিন্তু জুলাই বিপ্লব শুধুমাত্র একটি নির্বাচন বা ক্ষমতার পালাবদলের জন্য অনুষ্ঠিত হয়নি। তিনি জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর পিআর পদ্ধতিতে নির্বাচন দেয়ার আহবান জানান। মোবারক হোসাইন এসব গণদাবি আদায়ের লক্ষ্যে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
তিনি আজ সকাল ১০ টায় রাজধানীর মোহাম্মদপুর বেড়ীবাঁধ মোড়ে মোহাম্মদপুর- বছিলা সড়ক সংস্কারের দাবিতে মোহাম্মদপুর থানা জামায়াত আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোবারক হোসাইন বলেন, যেদেশ যত উন্নত সে দেশের যোগাযোগ ব্যবস্থাও ততই আধুনিক। তাই দেশকে উন্নত ও আত্মনির্ভরশীল করতে দেশের সেকেলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। তিনি অবিলম্বে মোহাম্মদ-বছিলা রাস্তা সংস্কার ও আধুনিকীকরণ করণ করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও থানা জামায়াতের সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলী আহমেদ মজুমদার, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ রুহুল আমীন, আশরাফুল আলম, সাইফুর রহমান, আবুল কালাম আজাদ, শাহাবুদ্দিন মিজান ও মারুফ বিল্লাহ প্রমূখ। তীব্র গরম ও প্রচণ্ড রোদের মধ্যেও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ন্যায্য দাবির পক্ষে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ নেন।
মোবারক হোসাইন বলেন, লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের এ গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। প্রয়োজনীয় সংস্কারের অভাবে তা ব্যবহারের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। অসংখ্য খানাখন্দ,পানি জমে কাদা, দুর্ঘটনার ঝুঁকি ও প্রতিদিনের যানজটে মানুষের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফোর লেন হওয়ার উপযোগী রাস্তাটির বড় অংশ ইট-পাথরের ব্যবসা ও ভ্রাম্যমাণ দোকানের দখলে। কিন্তু এ বিষয়ে রাজউক, সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন মাথাব্যাথা নেই। তিনি অবিলম্বে রাস্তা সংস্কার ও দখলমুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। অন্যথায় এলাকার ভূক্তভোগী মানুষ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।