বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ ও বাংলাদেশের স্বার্থই হবে বিএনপির আগামী দিনের রাজনৈতিক পথচলার মূল ভিত্তি। তার মতে, ঐক্য, জনগণ ও দেশ গঠনকে কেন্দ্র করেই দল এগিয়ে যাবে। তিনি ভার্চুয়াল বার্তায় স্পষ্ট করেন, বিএনপি সব সময় জনগণের ইচ্ছাকেই প্রাধান্য দেবে এবং দেশের স্বার্থ রক্ষায় অটল থাকবে।

গতকাল শনিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি যুক্তরাজ্য থেকে বক্তব্য দেন। দীর্ঘ ১৬ বছর পর আয়োজিত এই সম্মেলনকে ঘিরে জেলার নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

তারেক রহমান তার বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেন, স্বাধীনতার পর গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় যেভাবে স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, তেমন পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে। তিনি মনে করেন, গণতন্ত্রকামী সব শক্তি যদি ঐক্যবদ্ধ না হয়, তবে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে। এ জন্য তিনি জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনীতিকে ব্যবহার করে যারা ধর্মকে বিভক্ত করার চেষ্টা করছে, তাদের প্রতিহত করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। তার মতে, মানুষ আর বিভাজন ও শোষণের রাজনীতি পছন্দ করে না।

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের শুধু মাঠে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় থাকতে হবে। বিশেষ করে গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য প্রচার করা প্রয়োজন।

দীর্ঘ এক যুগ পর অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার প্রায় দেড় হাজার কাউন্সিলর অংশ নেন। সকাল থেকে টাউন হল মাঠে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। ব্যানার, ফেস্টুন, শ্লোগান আর মিছিলের কারণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশায় সম্মেলনে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।