বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, বাংলাদেশের মানুষ এখন সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। গণমানুষের গণআকাঙ্খা পূরণের জন্য জামায়াতে ইসলামীর সদস্যদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। এই জমিনে ইসলাম বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যে কোন ত্যাগ ও কুরবানী দিতে জামায়াত-শিবিরের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। জীবনে প্রতিটি ক্ষেত্রে দুনিয়ার জীবন থেকে আখেরাতের জীবনকে প্রাধান্য দিতে হবে।

রোববার (১১ মে) সকাল ৮টায় আইটি কনভেনশন হলে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াত আয়োজিত বাছাইকৃত রুকনদের দিন ব্যাপি শিক্ষা শিবিরে প্রধান অতিথি বক্তব্য তিনি এ কথা বলেন।

ইসলামী আদর্শের ভিত্তিতে পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে ইসলাম ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। মানব রচিত মতাদর্শের বিপরীতে ইসলামী আদর্শের শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য মানুষের সামনে তুলে ধরার জন্য নিজেদেরকে অনুকরণীয় মডেল হিসেবে উপস্থাপন করতে হবে। সত্য, সুন্দর ও কল্যাণকর কাজে অন্য সকলের চেয়ে জামায়াতে ইসলামীর সদস্যদের কে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট এর সভাপতিত্বে শিক্ষা শিবিরে বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন, কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য অধ্যাপক লিয়াকত লিয়াকত আলী ভুঁইয়া, ফেণী জেলা আমীর মুফতি আব্দুল হান্নান।

কেন্দ্রীয় মজলিশ শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী ড.সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকী পরিচালনা এসময় উপস্থিত ছিলেন,দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী যথাক্রমে ডা.আব্দুল মবিন,মু মাহফুজুর রহমান,জেলা কর্মপরিষদ সদস্য, অধ্যাপক শফিকুল আলম হেলাল,মিজানুর রহমান,বেলাল হোসাইন,মাওলানা ইব্রাহীম, সরওয়ার কামাল মজুমদার, খাইরুল ইসলাম,মু.ইসরাইল মজুমদার প্রমুখ।