এয়োদশ সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণায় বিএনপি খুশি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমকে দেয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন রাডম্যাপ ঘোষণা করেছে। আমরা এতে আশাবাদী হয়েছি যে, কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহন করেছে। মূল কথা হচ্ছে যে, আমরা খুশি, উই আর হ্যাপী।
রোডম্যাপ ঘোষণাকে জনগণের জন্য সুসংবাদ হিসেবে দেখছেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, জি। এতে জনগণের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো। সবাই তাকিয়ে আছে একটি উৎসবমুখর নির্বাচনের দিকে।
এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ইলেকশনের রোডম্যাপ একটা এসেছে, এটা সুসংবাদ। মানুষ এখন নির্বাচনমুখী হয়ে যাচ্ছে এবং সবাই অপেক্ষা করছে দেশে একটা নির্বাচন হোক এবং এর মাধ্যমে দেশে একটা নির্বাচিত সরকার আসবে, সংসদ প্রতিষ্ঠা হবে যে সরকার বা সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, একাউন্টেবল থাকবে।