ঠাকুরগাঁওয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা। শুক্রবার বিকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের দ্বিতল হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান এর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক নীলফমারী জেলা আমীর মোঃ আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ও সাবেক ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর, শহর আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ্ শামীম। সহকারি জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলান ফজলে রাব্বী মোর্তজাবী প্রমুখ।