ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে শুভেচ্ছা জানিয়েছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইফসুর সেক্রেটারী জেনারেল ড. মোস্তফা ফয়সাল পারভেজ স্বাক্ষরিত এক বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়।

এতে বলা হয়, ডাকসু নির্বাচনে মো. আবু সাদিক কায়েম (ভিপি), এসএম ফরহাদ (জিএস) এবং মো মহিউদ্দিন খান (এজিএস)সহ ২৮টি পদের ২৩টিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত প্যানেলের ভূমিধস বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (ইফসু)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নীতিগত, মূল্যবোধ-ভিত্তিক নেতৃত্বের ওপর আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হচ্ছে এই ঐতিহাসিক বিজয়।

4444444

এতে আরও বলা হয়, আমাদের মূল্যবান সদস্য সংগঠনগুলির মধ্যে একটি হিসেবে, ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বৌদ্ধিক সম্পৃক্ততা প্রচার এবং বাংলাদেশে তরুণদের নৈতিক ও নাগরিক উন্নয়নে অবদান রেখেছে। যুব ক্ষমতায়ন জোরদার, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং ক্যাম্পাস জুড়ে ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিতে ছাত্রশিবিরের কাজে ইফসু সহযোগিতা করতে প্রস্তুত।

শুভেচ্ছা বার্তায় উল্লেখ করা হয়, আমরা ডাকসু নির্বাচন কমিশন এবং সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষকে একটি অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন প্রক্রিয়া পরিচালনার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই, যার ফলে শিক্ষার্থীদের মতামত জানা গেছে। বর্তমান সময় আমাদের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বিশ্বব্যাপী মুসলিম ছাত্র সংগঠনগুলোকে প্রজ্ঞা, সাহস এবং ঐক্যের সাথে অধ্যবসায়ের পথ বেছে নিতে অনুপ্রাণিত করবে এই বিজয়।