বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমনি একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। নারী নির্যাতন বন্ধ হবে। নারীদের কর্মক্ষেত্রে যে উপযুক্ত পরিবেশ দরকার তা থাকতে হবে এবং উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে। নারীদের প্রশিক্ষণ দিয়ে ্কর্মসংস্থানের উপযোগী করা হবে। কর্মক্ষেত্রে নারীদের সম্মান ও মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে পরিবারে পরিবারে যৌতুক কেন্দ্রীক নির্যাতন রয়েছে, তা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতকাল শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌর ওয়ার্ড ১০ নং শাখা আয়োজিত মহিলা সমাবেশে নয়নশুকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, নারীরা যাতে নির্যাতিত এবং বিপর্যস্ত না হয়, তার জন্য জামায়াতে ইসলামী সর্বোচ্চ সোচ্চার থাকবে। নারীদের উন্নয়নে জামায়াতে ইসলামী সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছে। অসহায় নারীদেরকে অনেক সেলাই মেশিন প্রদান এবং তাদের সুচিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এমনকি নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য গরু-ছাগল প্রদান করা হয়েছে। এটি করা হয়েছে দলমত নির্বিশেষে। এসব নিয়ে আমাদের আরো ব্যাপক পরিকল্পনা নেয়া হয়েছে। বিশেষ করে নকশি কাঁথাকে আন্তর্জাতিকভাবে বাজারজাত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন, স্বাভাবিকভাবেই গ্রামীণ জনপদের মানুষ ইসলাম প্রিয়, চাঁপাইনবাবগঞ্জের মানুষ আরো অনেক বেশী ইসলাম প্রিয়। সবচাইতে নারী সমাজ আরো ইসলাম প্রিয়। সত্য ও সুন্দরের পক্ষে তারা সবসময় ভূমিকা পালন করেন। বিশেষ করে শীর্ষ নেতাদের হত্যা করা হয় সে সময়ই সারাদেশে নারী সমাজই দোয়া ও রোজা রেখেছেন। মা-বোনেরা এবার ব্যাপকভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবেন এবং ভোট দিবেন। আপনাদের পরিবারের একজন। অতএব আপনারা এবার দাঁড়িপাল্লায় ভোট দিবেন। নুরুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি সুখি সমৃদ্ধ দেশ গড়ে তুলতে চায়। এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে জনগণ মন খুলে কথা বলতে পারবে, সবার ভোটাধিকার থাকবে, মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শবাদী, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, সাংবিধানিক ও গণমুখী রাজনৈতিক দল। জামায়াতের সাংগঠনিক কর্মকান্ডে জনগণের আস্থা, ভালোবাসা ও সমর্থন বৃদ্ধি পাচ্ছে দেখে একটি রাজনৈতিক গোষ্ঠী হতাশায় নিমজ্জিত। তারা জামায়াতের বিরোধিতায় লিপ্ত হয়ে অপপ্রচার চালাচ্ছে। সকল অপপ্রচারের সঠিক জবাব দেবে এদেশের জনগণ সঠিক সময়ে। অনুষ্ঠানে ১০ নং শাখা জামায়াতের আমীর মাওলানা মোঃ সোয়াইবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আমীর হাফেজ আব্দুল গোলাম রাব্বানী, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফি এনায়েতুল্লাহ, ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল প্রমুখ।
রাজনীতি
কর্মক্ষেত্রে নারীদের জন্য নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে ----নুরুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বুলবুল বলেছেন, কর্মক্ষেত্রে নারীদের জন্য নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে।
Printed Edition