রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ রায়গঞ্জ পৌরসভা এলাকায় ইটভাটা শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার সকালে রায়গঞ্জ পৌরসভার একটি ইটভাটা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইটভাটায় কর্মরত শ্রমিকরা তাদের দৈনন্দিন জীবনসংগ্রাম, ন্যায্য মজুরির অভাব, নিরাপদ কর্মপরিবেশের সংকট, চিকিৎসা সুবিধা ও শ্রমিক অধিকার বাস্তবায়ন সংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন।

মতবিনিময়কালে প্রফেসর শায়খ ড. মাওলানা মোহাম্মাদ আব্দুস সামাদ বলেন, “ইটভাটা শ্রমিকরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ অংশ। তাদের ঘাম ও শ্রমের ওপর দাঁড়িয়ে আছে অবকাঠামোগত অগ্রগতি। অথচ তারা দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত।” তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, “ইসলাম ন্যায় ও মানবিকতার শিক্ষা দেয়। শ্রমিকদের প্রতি অবিচার করে কখনোই একটি সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। আল্লাহর ওপর ভরসা রেখে জনগণের সমর্থন পেলে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও জীবনমান উন্নয়নে সংসদে সোচ্চার ভূমিকা রাখব।”

মতবিনিময় সভায় স্থানীয় জামায়াত নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।