শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গাজীপুর সদর উপজেলা জামায়াতের যৌথ উদ্যোগে শনিবার দুপুর আড়াইটায় একটি বিশাল যুব ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে হাজার হাজার যুবক অংশগ্রহণ করেন। উপস্থিত জনতা সমাবেশকে প্রাণবন্ত ও শিক্ষণীয় হিসেবে অভিহিত করেছেন। সমাবেশে প্রধান অতিথি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, “দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে। আমাদের লক্ষ্য একটি মাদকমুক্ত গাজীপুর গঠন করা, যেখানে তরুণরা নৈতিকতা, জ্ঞান ও শিক্ষার আলোকে সমাজে নেতৃত্ব দিতে পারবে। চাঁদাবাজি, হয়রানি ও সামাজিক অপরাধ বন্ধ না হলে দেশের উন্নয়ন স্থায়ী হবে না। তাই যুব সমাজকে অবশ্যই আইন ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়ন, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে যুবদের সক্রিয় ভূমিকা অপরিহার্য। তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে বড় হতে হবে, যাতে তারা সমাজের কল্যাণ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

গাজীপুর-৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “আমাদের লক্ষ্য হলো গাজীপুর-৩ আসনে শিক্ষা ও চিকিৎসা খাতের মানোন্নয়ন করা। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা দলের মূল অঙ্গীকার। তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য পূরণ সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “শিক্ষা ক্ষেত্রে মানোন্নয়নের মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যে শিক্ষার্থীরা শুধু জ্ঞানার্জন করবে না, বরং নৈতিক মূল্যবোধ, নেতৃত্ব গুণাবলি এবং সামাজিক দায়বোধও অর্জন করবে। চিকিৎসা খাতের উন্নয়নের মাধ্যমে জনগণ সহজে এবং মানসম্মত সেবা পাবে। আমাদের উদ্দেশ্য গাজীপুরকে একটি মাদকমুক্ত, শিক্ষিত ও সুস্থ জেলা হিসেবে গড়ে তোলা।”