গত ৮ আগস্ট তাফহিমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে পিরোজপুর জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা আমীর-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর জুলাই বিপ্লবের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, যদি জুলাইয়ে বিজয় না হত তাহলে আমরা আজ স্বাধীনভাবে কথা বলতে পারতাম না। আমরা তো পালিয়ে বেরিয়েছি। জুলাইয়ে ছাত্র জনতা স্বৈরাচারী হাসিনাকে বিদায় করেছে এটি একটি মাইলফলক।
জেলা আমীর বলেন, আগে সংস্কার, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি, জুলাই শহীদের হত্যার বিচার তারপরে নির্বাচন। রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়। তিনি সরকারের ব্যর্থতা নিয়ে হতাশা ব্যক্ত করে বলেন, সরকার এখন পর্যন্ত শহীদদের সংখ্যাটা পর্যন্ত বের করতে পারে নাই। তিনি জুলাই ঘোষণাপত্রের ২৮ দফার সমালোচনা করেন। তিনি বলেন, এ ঘোষণা পত্র অপূর্ণাঙ্গ ঘোষণাপত্র হয়েছে। এখানে ৪৭ অনুপস্থিত, পিলখানা অনুপস্থিত, ২৮ অক্টোবর অনুপস্থিত। সুতরাং তিনি জুলাই ঘোষণাপত্র সংশোধন করে প্রকাশ করার দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতেইসলামী ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। অনুষ্ঠানে পবিত্র কোরআনে কারীম থেকে দারস পেশ করেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন জেলা ও প্রচার মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল। পিরোজপুরের আটটি সাংগঠনিক শাখা থেকে আমীর ও সেক্রেটারিরা সম্মেলনে যোগদান করেন।