বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, সমাজে কুরআন প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী লড়াই সংগ্রাম করে যাচ্ছে। সমাজে কুরআন প্রতিষ্ঠা হলে আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন, ও অপরাধমুক্ত এক নতুন বাংলাদেশে পরিণত করাতে পারবো। আসুন আমরা সবাই কুরআনের আলোয় জীবন গড়ি, সমাজ সুন্দর হবেই। আমরা এমন এক সমাজ কায়েম করতে চাই যে সমাজের মানুষের সকল ধরনের মৌলিক অধিকারের নিশ্চিয়তা থাকবে। আমরা এমন এক ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবেন। কুরআনের সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার রাতে বগুড়া সদরের এরুলিয়া বানদিঘী পশ্চিমপাড়া জামে মসজিদে উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শামসুল আলম পাইকাড়ের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ঢাকা জজ কোর্টের আইনজীবি আলাউদ্দিন সোহেল, এরুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, আলহাজ¦ মতিউর রহমান বাদল। মাহফিলে ওয়াজ করেন মুফতি মাওলানা রেদওয়ানুল হক আকন্দ, মাওলানা আবু হানিফ, মুফতি মাওলানা গোলাম রব্বানী। প্রেস বিজ্ঞপ্তি।